ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় পরাগায়ন সপ্তাহ

প্রকাশিত: ০৬:১০, ২২ জুন ২০১৬

জাতীয় পরাগায়ন সপ্তাহ

মৌমাছি, পাখি, প্রজাপতি, বাদুড় ও অন্যান্য পোকামাকড় বিনা শুল্ক ও চার্জে প্রকৃতির যে কত বড় সেবা দিয়ে চলেছে সেটি মনে করিয়ে দিতে মার্কিন কৃষি ও প্রাকৃতিক সম্পদ (ইন্টেরিয়র) দফতর চলতি মাসের ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত জাতীয় পরাগায়ন সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে। ৭৫ শতাংশ ফুলগাছের পরগায়ন প্রাণীর মাধ্যমে হয়ে থাকে। হামিংবার্ড, বাদুড় ও ছোটখাট স্তন্যপায়ী প্রাণীসহ দুই লাখের বেশি প্রজাতির প্রাণীর মাধ্যমে পরগায়ন ঘটে থাকে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। বাগানচাষীরা তাই বাগানের আশপাশে পোকামাকড় ও পতঙ্গে আবাসের দিকটি বিবেচনায় রাখেন। উত্তর আমেরিকায় পরাগায়ন প্রক্রিয়ায় সবচেয়ে ভূমিকা রেখে থাকে প্রজাপতি বিশেষ করে মনার্ক প্রজাপতি। এই প্রজাপতি খাদ্যের জন্য মিল্কউড নামে এক ধরনের লতাগুল্মের ওপর নির্ভরশীল। প্রজাপতি জীবনের প্রাথমিক পর্যায়ে থাকে শুঁয়োপোকা। এই পর্যায়ে মিল্কউডের বিশেষ রাসায়নিক তাদের দেহ গঠন করে থাকে। মিল্কউড স্থানীয়ভাবে আইস ব্যালে ও সিন্ডারেলা নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম এ্যাসক্লেপিয়াস টিউবারোসা । এগুলো সাধারণত ২ থেকে ৬ ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। এবারের পরাগায়ন সপ্তাহে এই বেশি করে এই গাছ জন্মানো ও পরিচর্যার ওপরই গুরুত্ব আরোপ করা হয়েছে। -ডেইলি নিউজ অনলাইন
×