ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-মাওয়া সড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রকাশিত: ০৬:১০, ২২ জুন ২০১৬

ঢাকা-মাওয়া সড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মঙ্গলবার সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে সকল ধরনের বাস চলাচল বন্ধ ছিল। শ্রমিকদের ৪৯৪ নম্বর সংগঠনের পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি করা নিয়ে বিরোধের জেরে এ রুটে বাস চলাচল বন্ধ হয়। এতে শত শত যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সকাল থেকেই ঢাকা-মাওয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন জানান, শুধু ঢাকা-মাওয়া রুটেই নয়, মুন্সীগঞ্জ-ঢাকা রুটেও বাস চলাচল বন্ধ ছিল। তিনি জানান, সকালে ঢাকা-মুন্সীগঞ্জ রুটে বাস চললেও পরে শ্রমিকদের বাধার কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতা ফরিদ হোসেন জানান, ৪৯৪ নম্বর শ্রমিক সংগঠনের অফিসে সোমবার সাধারণ সম্পাদক বাবুলের সঙ্গে ভিন্ন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির পর অফিসে তালা দেয়া হয়। আমরা বাবুলের নির্দেশে বাস চলাচল বন্ধ রেখেছি। এদিকে ধর্মঘটের ফলে শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের শত শত লোককে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বাস না পেয়ে তারা বিভিন রেন্ট-এ কার, মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহনে করে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রীদের দুর্ভোগের জেনো শেষ ছিল না। অপর দিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর হতে মহাসড়কে বাসা চলাচল আবার শুরু হয়। বিবদমান শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সাথে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় বাস চলাচল ফের শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে মাওয়া ফাঁড়ি ইনচার্জ এসআই মোশারফ হোসেন।
×