ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের গুলিবিদ্ধ সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৯, ২২ জুন ২০১৬

সিরাজগঞ্জের গুলিবিদ্ধ সাবেক ইউপি সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গুলিবিদ্ধ সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম মিল্টন (৩৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইউপি সদস্য মিল্টনের বাবার নাম মৃত মোকছেদ আলী। গ্রামের বাড়ি কামারখন্দ উপজেলার বড় পাকুরিয়া গ্রামে। তিনি জামতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হালুয়াকান্দি নিশিবাড়ি সেতু এলাকায় দুর্বৃত্তরা মিল্টনকে গুলি চালায়। এতে মিল্টন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার ইউপি সদস্য মিল্টন মারা যায়। কামারখন্দ থানার ওসি সর্দার বাবুল আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আলী জিন্নাহ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
×