ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদে ঢাকা-বরিশালে চলবে ২৩ লঞ্চ ৫ রকেট

প্রকাশিত: ০৪:২০, ২২ জুন ২০১৬

ঈদে ঢাকা-বরিশালে চলবে ২৩ লঞ্চ ৫ রকেট

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এবার নাড়ির টানে বাড়িফেরা দক্ষিণাঞ্চলের লাখো যাত্রীর সুবিধার্থে সবচেয়ে বেশি লঞ্চ ও জাহাজ যুক্ত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল নৌরুটে এবারের ঈদে বেসরকারী কোম্পানির ১৭টি লঞ্চ সরাসরি ঢাকা-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে। এরমধ্যে পারাবত কোম্পানির ৫টি, সুন্দরবন কোম্পানির ৩টি, সুরভী কোম্পানির ৩টি, কীর্তনখোলার ২টি, টিপুর ১টি, ফারহানের ১টি, কালাম খানের ১টি, দীপরাজের ১টি। দিবাসার্ভিসের গ্রীন লাইন ওয়াটার ওয়েজের ২টি জাহাজ এ রুটে যাত্রী পরিবহন করবে। এছাড়া চাঁদপুর-বরিশাল ভায়া ফতুল্লা হয়ে সুন্দরবন, ফারহান, পূবালীসহ ৪টি লঞ্চ চলাচল করবে। পাশাপাশি সরকারী জাহাজ সার্ভিসে বিআইডব্লিউটিসির পিএস মাহসুদ, অস্ট্রিজ, লেপচা, নামের ৩টি রকেট ও নতুন সংযুক্ত এমভি মধুমতি, এমভি বাঙালীসহ মোট ৫টি জাহাজ যাত্রী পরিবহন করবে। যুবককে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২১ জুন ॥ মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ডালিম হাওলাদার (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কনকদিয়া বাজারের কাছে মিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়। জানা গেছে, কনকদিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে জিসান ফোন দিয়ে ডালিমকে মিয়াবাড়ির কাছে আসতে বলে। ডালিম সেখানে গেলে জিসান, রাসেল, জাকির, মিলন ও সজিব মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে চলে যায় । বিদ্যুতস্পৃষ্টে দর্জি শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে দর্জি শ্রমিক আলমগীর হোসেন (২০) নিহত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার সিপাহিপাড়া এলাকায় নজরুল ইসলামের রেডিমেড পোশাক তৈরি কারখানায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো দর্জি শ্রমিক আলমগীর তৈরি পোশাকের সেলাইয়ের কাজ করছিল। কারখানার সেলাই মেশিনগুলো ছিল বিদ্যুতচালিত। সেলাই করা অবস্থায় মেশিনে সমস্যা দেখা দেয়ায় মেরামত করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়। বাসুহত্যা মামলায় ১৬ আসামি জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২১ জুন ॥ গোপালগঞ্জে আলোচিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুহত্যা মামলায় প্রধান আসামি সংগঠনের সাবেক সভাপতি বুলবুল ইসলাম শেখসহ এ পর্যন্ত ১৬ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে এ মামলার প্রধান আসামি বুলবুলসহ ১২ জন গোপালগঞ্জের আমলী আদালত ‘ক’ অঞ্চলে হাজিরা দিলে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পুলিশ ঈমাম শেখ, হেদায়েত ও প্রিন্স নামে আরও তিন আসামিকে গ্রেফতার করে এবং মামলার আরেক আসামি ওয়ার্ড কাউন্সিলর আলীমুজ্জামান বিটু আদালতে হাজিরা দিলে আদালত তাকে জেলহাজতে পাঠায়। কানা কুদ্দুস গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আলোচিত যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজহারভুক্ত আব্দুল কুদ্দুস বাপ্পি ওরফে কানা কুদ্দুসকে (৪২) গ্রেফতার করেছে বায়োজিদ থানা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শেরশাহ ‘সাংবাদিক পাহাড়’ নামে পরিচিত এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার কুদ্দুস বায়োজিদ থানার ১০ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। বরিশালে চারজনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র রাহাত রেজা রাকিবের (২০) দুই চোখ তুলে নেয়ার মামলায় চারজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদ- প্রদান করা হয়। এছাড়া ওই মামলার অপর ৫ আসামিকে দুইটি ধারায় ১৩ মাস করে সশ্রম কারাদ- প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আনিসুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সশ্রম দ-াদেশপ্রাপ্তরা হলেন মাসুদ আলম মৃধা, কালাম মৃধা, কামাল হাওলাদার ও মেহেদী হাসান রাজু। এছাড়া সায়েম ফরাজী, আরিফ মৃধা, আব্দুল হাকিম ঘরামী, তুষার ও সিরাজ বয়াতীকে ১৩ মাস করে কারাদ- প্রদান করা হয়। বাউবিতে ২১২ কোটি টাকার বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২১২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ঢাকা সিটি অফিসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বোর্ড অব গবর্নরসের ১৫১ তম সভায় এ বাজেট অনুমোদিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এমএ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব গবর্নসের সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আবু তাহের। বাজেটে রাজস্ব খাতে ২১২ কোটি ৩ লক্ষ ৩ হাজার এবং উন্নয়ন খাতে ২৩ কোটি ২৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। ৫০ লাখ টাকার শাড়ি জব্দ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন রূপসার একটি টহল দল সোমবার গভীর রাতে রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় টহলদানকালে সেতুর টোল প্লাজা হতে একটি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে। জব্দকৃত অবৈধ ভারতীয় শাড়ি কাপড়ের পরিমাণ ৭২১ খানা, যা উন্নত মানের। এর বর্তমান প্রচলিত বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সফটওয়্যার উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকল্পে ব্যতিক্রম সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শহরের মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিদ্যালয়টির সভাপতি আনিস-উজ-জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম ও সফটওয়্যারটির উদ্যোক্তা সদর উপজেলা নির্বাহী অফিসার সারাবান তাহুরা প্রমুখ। এ সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা যাবে। চার বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২১ জুন ॥ দৌলতপুরে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল ওইসব বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, গরু ও মূল্যবান আসবাবপত্রসহ ৮ লাখ টাকার সম্পদ লুট করেছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাদের হামলায় গৃহবধূসহ ৬ জন আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত, ঠোটারপাড়া ও মুন্সিগঞ্জ ভাংগাপাড়া এলাকায় গণডাকাতির এ ঘটনা ঘটে। সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ জুন ॥ সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক আবুল কাশেমকে প্রাণনাশের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় ওই সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচরে শত শত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মঙ্গলবার দুপুরে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুড়িগ্রাম শহরের বড়বাজারে বগুড়া দধি ভা-ারকে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা, রাজধানী স্টোরকে ৩ হাজার টাকা, আনন্দ শেমাই পরিবেশককে প্যাকেটের গায়ে মূল্য তালিকা ও মেয়াদের তারিখ উল্লেখ না করায় ৫ হাজার টাকা, জিয়াবাজারের গ্রোসারী দোকান ইলিয়াস আলীকে নকল পণ্য রাখার দায়ে ৪ হাজার টাকা এবং শহরের পৌরবাজারে অবস্থিত নিউটাউন ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করিমগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ জুন ॥ জেলার করিমগঞ্জে নাদিরা বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার গুণধর ইউনিয়নের সুধী গ্রামের মহল মিয়ার স্ত্রী। মঙ্গলবার বিকেলে করিমগঞ্জ পৌরসভার আনন্দবাজারের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার গৃহবধূ নাদিরা বেগম করিমগঞ্জের আনন্দবাজার এলাকায় ভাশুরের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যার পর পার্শ্ববর্তী আরেক ভাশুরের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে রাতে ফিরেনি নাদিরা। মঙ্গলবার দুপুরে আনন্দবাজার এলাকায় একটি পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসাী থানায় খবর দেয়।
×