ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মানববন্ধনে বক্তারা

কক্সবাজারে স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে

প্রকাশিত: ০৪:১৯, ২২ জুন ২০১৬

কক্সবাজারে স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের হলিডেমোড় আবাসিক হোটেল সিলভার সাইনের সুইমিংপুলের পানিতে ডুবে নিহত স্কুলছাত্র ফয়েজুল হক সাগরকে (১৩) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি উঠেছে। পরিকল্পিতভাবে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তার সহপাঠী ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলছাত্র সাগরের মৃত্যু সুইমিংপুলে পানিতে ডুবে হয়নি। তার মৃত্যুর পর মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত দেখা গেছে। এমনকি মৃতদেহ উদ্ধার হয়েছে পুরো উলঙ্গ। একজন সপ্তম শ্রেণীর ছাত্র উলঙ্গ হয়ে সুইমিংপুলে গোসল করতে নামে না এবং ডুবে মরার মতো গভীরতাও নেই। বক্তারা অভিযোগ করেন, বিলাসবহুল ওই সিলভার সাইন হোটেলটিতে অসংখ্য সিসি ক্যামেরা রয়েছে। অথচ ঘটনার আগে ও পরে তিন ঘণ্টা সিসি ক্যামেরা বন্ধ ছিল বলে হোটেল কর্তৃপক্ষ দাবি করছে। একই সঙ্গে ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া, মোটা অঙ্কের টাকা দিয়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করার চেষ্টার খবরও পাওয়া গেছে। যা হোটেল কর্তৃপক্ষের কেউ পরিকল্পিতভাবে এ ন্যক্কারজনক হত্যা করেছে বলে ইঙ্গিত করে। জঙ্গী অর্থায়ন মামলার আসামি এনামুল জামিনে মুক্ত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জামিনে মুক্তি পেয়েছেন জঙ্গী সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের মামলার আসামি গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হক। উচ্চ আদালত থেকে জামিনের নথিপত্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসার পর সেগুলো যাচাই বাছাই শেষে গত সোমবার রাতে তাকে মুক্তি দেয়া হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে, আসামি এনামুল হকের বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় আদালতের রায় সাপেক্ষে তাকে মুক্তি প্রদানে কোন বাধা ছিল না। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকার তুরাগ এলাকা থেকে র‌্যাব গোল্ডেন টাচ এ্যাপারেল মালিক এনামুল হককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হামজা ব্রিগেডের শীর্ষ নেতা মনিরুজ্জামান মাসুদ প্রকাশ ডনের ব্যাংক এ্যাকাউন্টে টাকা জমা দেয়ার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। ধান বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ জুন ॥ কৃষকদের মাঝে বিনামূল্যে স্বল্পমেয়াদী জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দেবিপুর ইউনিয়ন ফেডারেশন চত্বরে আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও খাদ্য নিরাপত্তা সুশাসন প্রল্পের সদস্যদের মাঝে এ বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবিপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিউল ইসলাম ও দেবিপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোয়াজ্জিম উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের বাসস্থান প্রদান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ জুন ॥ মঙ্গলবার দুপুরে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “বীর ভবন” (বাসস্থান) হস্তান্তর করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বীর ভবন (বাসস্থান) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ ইসরাফিল আলম এমপি। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব প্রমুখ।
×