ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

প্রকাশিত: ০৪:১৮, ২২ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রংপুরে স্কুলশিক্ষক ও ভ্যানচালক, রাজশাহীতে যুবক, ভৈরবে দুই যাত্রী, পঞ্চগড়ে বৃদ্ধা নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রংপুর ॥ পীরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় নিহত হয়েছে এক স্কুলশিক্ষক ও ভ্যানচালকসহ দুজন। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার তুলারাম মজিদপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলা সদর থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে মজিদপুরে বাড়িতে ফিরছিলেন স্কুল শিক্ষক সোহেল রানা (২৩)। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস পেছন দিক থেকে রিকশাভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক ফুল মিয়া। আর পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়ার পথে মারা যান স্কুল শিক্ষক সোহেল রানা। রাজশাহী ॥ পুঠিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। নিহতের নাম সবুজ (২১)। এ ঘটনায় তার বড় ভাই মনিরও আহত হয়েছে। সবুজ পুঠিয়ার গ-গোহালী এলাকার বাসিন্দা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিমতলা ঝলমলিয়া গাওপাড়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে দুই ভাই নাটোরের দিকে যাচ্ছিলেন। এ সময় নাটোরের দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সবুজ মারা যায়। ভৈরব ॥ মঙ্গলবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের হাজী আসমত কলেজের কাছে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী নিহতসহ আহত হয় ৫ জন। নিহতরা হলো কিশোরগঞ্জ সদরের লতিফপুর এলাকার আব্দুল রহিমের ছেলে জামালমিয়া (৪০) ও নরসিংদীর রায়পুরার রতনপুরের ফারুক মিয়ার স্ত্রী নাজমা বেগম (২৬)। তাদের মৃত্যুদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জর মর্গে পাঠানো হয়েছে। আহতরা হলো উসমান মিয়া, রমজান, মোয়াজ্জেম, রবিন ও মোস্তাকিন। পঞ্চগড় ॥ তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ির ধাক্কায় ছলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত আরেকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ছলিম উদ্দিনের বাড়ি উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ছলিমউদ্দিন ও তার সাথে থাকা মেজার উদ্দিন (৫৫) বয়স্কভাতা উত্তোলনের জন্য একটি অটোরিক্সায় ভজনপুর যাচ্ছিল। এ সময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসা তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের গাড়িটি অটোরিক্সাটিকে ধাক্কা দেয়।
×