ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যমুনায় বিলীন বাড়ি ও ফসলি জমি ॥ নিঃস্ব কৃষক

প্রকাশিত: ০৪:১৮, ২২ জুন ২০১৬

যমুনায় বিলীন বাড়ি ও ফসলি জমি ॥ নিঃস্ব কৃষক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২১ জুন ॥ গত সপ্তাহের টানা দু’দিনের বর্ষণে গাইবান্ধার যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে অব্যাহত নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়ে সাঘাটা উপজেলার ভরতখালি ও হলদিয়া ইউনিয়নের প্রায় ৪শ’ বিঘা পাট ক্ষেত নদীতে বিলীন হয়েছে। গত সপ্তাহে সাঘাটা উপজেলার হলদিয়া বাজারসহ পার্শ্ববর্তী এলাকার তিন শতাধিক বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার এবার আবাদি জমি ভাঙ্গনের কবলে পড়ায় হতাশায় পড়েছে ভাঙ্গনকবলিত কৃষকরা। জানা গেছে, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের প্রায় ২শ’ বিঘা পাট ক্ষেতসহ বড়মতাইড়, গোবিন্দি গ্রামে পুরোটাই বিলীন হয়েছে। বরম তাইড় গ্রামের বাসিন্দা সোবহান আলী জানান, প্রায় ৩৫ বছরের স্মৃতিবিজড়িত বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার পর তার ৯ বিঘা জামির পাট ক্ষেত মাত্র ৩ দিনের বর্ষণে ভাঙ্গনের শিকার হয়েছে। একই উপজেলার হলদিয়া ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের প্রায় ১শ’ বিঘা জমির পাট ক্ষেত যমুনায় বিলীন হয়েছে। চলতি বছরের মে মাসের শেষে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জরুরীভিত্তিতে প্রায় ৫০ লাখ টাকার এক কর্মসূচী হাতে নেয়। হলদিয়া ইউনিয়নের কানাইপাড়ার ভাঙ্গনকবলিত এলাকায় জরুরী ভিত্তিতে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ নিক্ষেপ করে ভাঙ্গন প্রতিরোধ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার জানান, সাঘাটায় কৃষি জমি ব্যাপক হারে নদীতে বিলীন হচ্ছে। সাঘাটার হলদিয়া, ভরতখালীসহ ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের ভাঙ্গন ঠেকাতে ২শ’ ৫৮ কোটি টাকায় একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদিত করার জন্য পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জে ওয়াসার পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২১ জুন ॥ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ওয়াসার পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় অত্র সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ওয়াসা কর্তৃপক্ষ বিষয়ে সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোদনাইলের দক্ষিণ ধনকু-াসহ আশপাশে এলাকাবাসী সময় মতো ওয়াসার পানি পাচ্ছে না। এছাড়াও ওয়াসার পানিতে দুর্গন্ধ ও ময়লাযুক্ত। এলাকাবাসী তীব্র পানি সঙ্কটে ভুগছে।
×