ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে পাউবোর প্রকৌশলী অবরুদ্ধ

প্রকাশিত: ০৪:১৮, ২২ জুন ২০১৬

পঞ্চগড়ে পাউবোর প্রকৌশলী অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মোটা অংকের ঘুষের বিনিময়ে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ ঠিকাদার ও তাদের লোকজন। বিক্ষুব্ধরা পানি উন্নয়ন বোর্ডের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা নির্বাহী প্রকোশলী, উপ-সহকারী প্রকৌশলীর অপসারণ দাবি করে সেøাগান দেয়। ঠিকাদারদের বিক্ষোভের খবর পেয়ে ভোরেই উপ-সহকারী প্রকৌশলী ও দরপত্র কমিটির সদস্য সচিব সটকে পড়লেও নির্বাহী প্রকৌশলী অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকেলে পুলিশ গিয়ে প্রধান ফটকের তালা খুলে ক্ষুব্ধ ঠিকাদারদের আক্রোশের হাত থেকে নির্বাহী প্রকৌশলীকে উদ্ধার করে এবং পানি উন্নয়ন বোর্ড অফিস চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনাটি মঙ্গলবার ঘটেছে। বিক্ষুব্ধ ঠিকাদারদের অভিযোগ, বিএনপি সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান গুডম্যানের কাছ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে ওই প্রতিষ্ঠানকে কাজ দেয়ার চেষ্টা করছেন পানি উন্নয়ন বোর্ডের এই দুই কর্মকর্তা। তাদের অভিযোগ মতে, পঞ্চগড় সদর উপজেলার নলকুড়ায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে (বালু, সিমেন্ট ও গানি ব্যাগ) করতোয়া নদীর তীর সংরক্ষণ বাঁধের জন্য ইজিবি দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিল ও উন্মুক্তকরণের তারিখ নির্ধারণ করা হয় ১৩ জুন। দরপত্র অনুযায়ী তিনটি প্যাকেজে ৬ জন করে মোট ১৮ জন ঠিকাদার অংশগ্রহণ করেন। এর মধ্যে ফরিদপুরের মেসার্স খন্দকার শাহীন এন্টারপ্রাইজ মূল দরের সর্বোচ্চ ২৯ শতাংশ কমে দরপত্র দাখিল করে প্রথম দরদাতা হন। আর ১৪ শতাংশ কমে দরপত্র দাখিল করে ২য় দরদাতা হন বিএনপি সমর্থিত টাঙ্গাইলের মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ। কিন্তু দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, সদস্য সচিব ও উপসহকারী প্রকৌশলী রবীন্দ্র চন্দ্র সোম এবং ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন ১৫ লাখ টাকা উৎকোচ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় দরদাতা মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজের প্রোপাইটার মাহাবুব হোসেনকে কাজটি দেয়ার চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে মেসার্স খন্দকার শাহীন এন্টারপ্রাইজের পঞ্চগড় প্রতিনিধি স্থানীয় ঠিকাদার শেখ কামরুজ্জামান মিলন, স্থানীয় ঠিকাদার ও তাদের লোকজন পানি উন্নয়ন বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। বগুড়ায় আইন অমান্য করে ফের জুয়া স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দৈনিক জনকণ্ঠে আন্তর্জাতিক বাণিজ্যমেলার নামে বগুড়ায় গোল্ডেন ক্যাসিনো শিরোনামে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের সরাসরি নির্দেশে সোমবার রাত ১২টার দিকে দুজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও র‌্যাব অভিযান চালায়। অভিযানে হাউজির সরঞ্জাম জব্দ করে জুয়া বন্ধ করা হয়। মেলার আয়োজকরা জুয়া চালানোর অনুমতির একটি উচ্চ পর্যায়ের কাগজ প্রদর্শন করে। কাগজটি যাচাইয়ের জন্য মঙ্গলবার সকালে জেলা প্রশাসন অফিসে যেতে বলা হয়। মঙ্গলবার আয়োজকরা জেলা প্রশাসক অফিসে যায়নি। অভিযানের পর প্রভাবশালী আয়োজকরা দেশের প্রচলিত আইন অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গভীর রাতে ফের জুয়া চালু করে। এ বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×