ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম চালু হচ্ছে ॥ সোনার বাংলা এক্সপ্রেস

প্রকাশিত: ০৪:১৮, ২২ জুন ২০১৬

ঢাকা-চট্টগ্রাম চালু হচ্ছে ॥ সোনার বাংলা এক্সপ্রেস

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ স্বাধীনতার স্মৃতিবিজড়িত এবং এ দেশের জাতীয় পতাকার রঙে রঙিন ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচ দিয়ে ঢাকা থেকে সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম অভিমুখে এবং বিকেলে ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে পরিচালিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও বিশেষ ব্যবস্থায় আগামী শনিবার কমলাপুর স্টেশন থেকে রেলমন্ত্রী মজিবুল হক এ ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত লাল সবুজ রঙের ৩৭টি কোচ রাখা হয়েছে পাহাড়তলীর ক্যারেজশপের গ্রাউন্ডে। এর মধ্যে ১৬টি কোচ দিয়ে আগামী ২৫ জুন থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া ট্রেন। বর্তমানে পাহাড়তলীর কারখানায় থাকা এসব কোচ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং, অপারেটিং ও বাণিজ্যিক বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম গত শনিবার এসব কোচের চলনক্ষমতার ওপর ট্রায়াল শেষ করেছেন। জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে মোট ১শটি কোচ মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাইনের জন্য এবং ভারত থেকে ১২০টি কোচ ব্রডগেজ লাইনের আমদানি করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে মিটার গেজ লাইনের ৩৭টি কোচ আসার পর এসব কোচের রানিং ট্রায়াল ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অপরদিকে সৈয়দপুরেও ভারত থেকে এ পর্যন্ত ৮০টি কোচ এসে পৌঁছেছে বলে পশ্চিমাঞ্চলের একটি সূত্রে জানা গেছে। এসব কোচ আমদানির জন্য এর আগে রেল মন্ত্রণালয়, ঢাকাস্থ রেল ভবন, পূর্বাঞ্চলীয় ও সৈয়দপুর কারখানা থেকে ৯ সদস্যের মেকানিক্যাল বিভাগের কর্মকর্তারা ইন্দোনেশিয়া সফর করেছেন। গত ৮ মার্চ ১২ সদস্যের আরেকটি টিম চট্টগ্রাম ও সৈয়দপুর থেকে ইন্দোনেশিয়ার ওই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে ২০ মার্চ এ টিমটি চট্টগ্রামে ফিরে এসেছে বলে পাহাড়তলীর কারখানা সূত্রে জানানো হয়েছে। জানা গেছে, প্রায় পৌনে ৪শ’ কোটি টাকা ব্যয়ে মিটারগেজ লাইনের জন্য ১শটি ও ব্রডগেজ লাইনের জন্য ৫০টি কোচ ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছিল ইন্দোনেশিয়া থেকে। এ পর্যন্ত ৩৭টি কোচ পাহাড়তলী কারখানায় যাত্রীবাহী ট্রেন হিসেবে চলার অপেক্ষায় রয়েছে। বাকি ১১৩টি কোচের মধ্যে ৬৩টি মিটারগেজ লাইনের কোচ ও ৫০টি ব্রডগেজ লাইনের কোচ আগামী দুয়েক মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে বলে সূত্র জানা গেছে। অপরদিকে যেহেতু চট্টগ্রামে ব্রডগেজ রেললাইন নেই, সেহেতু সৈয়দপুর কারখানার ৫০টি কোচ মিটারগেজ লাইনের কন্টেনার ক্যারিয়ারযোগে টাঙ্গাইল পৌঁছানোর ব্যবস্থা করা হবে। টাঙ্গাইল থেকে এসব কোচ ট্রেনের মাধ্যমে ব্রডগেজ লাইনে নামিয়ে সৈয়দপুর কারখানায় পাঠানোর কথা রয়েছে। পাহাড়তলীর কারখানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তৎকালীন চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডেভেলপমেন্ট) ও প্রজেক্ট ডিরেক্টর শামসুজ্জামান, পূর্বাঞ্চলীয় সিএমই হারুন অর রশীদ, পাহাড়তলী কারখানার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমানসহ ৯ সদস্যের একটি টিম ইন্দোনেশিয়ার পিটি ইনকা নামক কোচ প্রস্তুত কারখানা পরিদর্শন ও আমদানিযোগ্য কোচ সম্পর্কে প্রকৌশলীদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। গত ৮ মার্চ থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ১২ সদস্যের একটি টিম ইন্দোনেশিয়ার পিআর ইনকা নামক প্রতিষ্ঠানে এসব কোচের অপারেটিং ও মেরামত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাহাড়তলীর কারখানার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান জানান, আমদানিকৃত কোচগুলো প্রথম অবস্থায় আমাদের শর্তানুযায়ী সবকিছু পরিপূর্ণভাবে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। চেকলিস্ট অনুযায়ী সকল শর্ত পূরণ হওয়ার পর কোচগুলো ট্রায়ালের জন্য লাইনে দেয়া হয়। ইতোমধ্যে সব কোচের ট্রায়াল শেষ করে চলন ক্ষমতা নির্দিষ্ট করা হয়েছে। এ ব্যাপারে চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ জানান, ট্রায়ালে দেয়ার সময় কোচগুলোর ধারণ ক্ষমতা পরীক্ষা করা হয়। এক্ষেত্রে ৬০ আসন বিশিষ্ট কোচে একজন মানুষের গড় ওজন অনুপাতে ৬০টি বালিভর্তি বস্তা দিয়ে ধারণ ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। পরবর্তীতে অতিরিক্ত ধারণক্ষমতা রয়েছে কিনা তা পরীক্ষা করতে ৬০টি স্থলে ১২০টি বালিভর্তি বস্তা দিয়ে পরীক্ষা করা হয়। ফলে ট্রেনের চলনক্ষমতা যেমন পরীক্ষা হয়েছে, তেমনি যাত্রীবাহী এ ট্রেন পরিচালনায় রেল কর্তৃপক্ষ স্বাচ্ছদ্যবোধ করবে। ঈদ যাত্রায় এসব কোচ দিয়ে পরিচালিত ট্রেন যাত্রীদের ভ্রমণ আনন্দদায়ক করবে। চট্টগ্রামে অগ্রিম টিকেট বিক্রি শুরু আজ ॥ এবার ঈদ যাত্রার টিকেট অগ্রিম বিক্রির পরিকল্পনা নেয়া হয়েছে ১০ দিন আগ থেকেই। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঈদ যাত্রার অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১ জুলাইয়ের যাত্রার টিকেট বিক্রি হবে আজ ২২ জুন। ২৩ জুন বিক্রি হবে ২ জুলাইয়ের, ২৪ জুন বিক্রি হবে ৩ জুলাইয়ের, ২৫ জুন বিক্রি হবে ৪ জুলাইয়ের এবং ২৬ জুন বিক্রি হবে ৫ জুলাই যাত্রার টিকেট।
×