ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে সংযোগ সড়ক কাজে অনিয়ম

প্রকাশিত: ০৪:১৬, ২২ জুন ২০১৬

মির্জাপুরে সংযোগ সড়ক কাজে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২১ জুন ॥ মির্জাপুরবাসীর স্বপ্নের সেতু ত্রিমোহন খেয়াঘাটে বংশাই নদীর ওপর নির্মিত মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন সেতুর সংযোগ সড়ক কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের কাজ লক্ষ্য করা গেছে। ত্রিমোহন খেয়াঘাটে বংশাই নদীর ওপর প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির মূল কাজ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। গত ২৮ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ব্রিজটির উদ্বোধন করেন। এখন চলছে ব্রিজের সংযোগ সড়ক, ব্লক ও রি ট্রেইনিং ওয়ালের কাজ। সরেজমিনে গিয়ে দেখা গেছে ঠিকাদার সংযোগ সড়কের অনেকাংশে ব্লকের বদলে ঢালাই করে দিয়েছেন। নিম্নমানের ভাঙ্গা এবং ফাটা ব্লক বসানো হচ্ছে। ব্লকের নিচে জিও টেক্সটাইলের বদলে ব্যবহার করা হচ্ছে পাতলা পাটের চট। অপর দিকে সংযোগ সড়কের ওপর যে ইট সলিং করা হয়েছে তা বৃষ্টির পানিতে ভেঙ্গে দেবে যাচ্ছে। মির্জাপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জগদীশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিম্নমানের কাজের কথা স্বীকার করে বলেন, সংযোগ সড়কে ব্লকের বদলে যেখানে ঢালাই করা হয়েছে তা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ভাঙ্গা ব্লক সরিয়ে নিতেও ঠিকাদারকে বলা হয়েছে। হেরোইনসহ আনসার সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ হেরোইন ও ইয়াবাসহ রাজশাহীর তানোরে আনসার ভিডিপির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আনসার সিরাজ উদ্দীন সদস্যের বাড়ি তানোর পৌর সদরের ঠাকুরপুকুর এলাকায়। পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে তার বাড়িতে হানা দিয়ে ১৩০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাড়িতে থাকা উপজেলার আনসার ভিডিপির কমান্ডার সেকেন্দার আলী পুলিশের টের পেয়ে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, উপজেলার আনসার ভিডিপির কমান্ডার সেকেন্দার, সদস্য সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জেসমিন আক্তাসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। টিয়াখালী নদী দখল চলছে ॥ কেউ দেখে না নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ জুন ॥ টিয়াখালী নদীতীরসহ দখল করে স্থাপনা তোলা হয়েছে। নোমরহাট বাজার এলাকায় এমন স্থাপনা তোলার দৃশ্য রয়েছে। স্থানীয় প্রভাবশালী মহল এভাবে স্থাপনা তোলায় নদী ছোট হয়ে যাচ্ছে। নদী দখল করে স্থাপনা তোলা হলেও অদৃশ্য কারণে তা অপসারণে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। বহু আগে বিশাল এলাকাজুড়ে নদীতীর এবং নদীসহ দখল করে এই স্থাপনা তোলা হয়। কিন্তু আজ অবধি কেউ এ স্থাপনাটি অপসারণে এগিয়ে আসেনি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে মানুষ ক্ষুব্ধ। স্থাপনাটি তোলায় জোয়ারের সময় নদী স্রোতের গতি বাধাগ্রস্ত হচ্ছে। এমনিতেই দেশের সকল নদী প্রাকৃতিক কারণে মরে যাচ্ছে। তার উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে দখলদারচক্র। স্থানীয়রা নদী রক্ষায় এ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় জানান, সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ফের মন্টু সভাপতি কামাল সম্পাদক নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ গোলাম মোস্তফা মন্টু (মানবজমিন) ও কামাল উদ্দীন (বৈশাখী) পুনরায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের। সহসভাপতিসহ সদস্য পদেও একইভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে। শুধু কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সুইটকে পরাজিত করে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ। নির্বাচন পরিচালনা করেন এ্যাডভোকেট সোলায়মান বিশু। বাজ পাখি অবমুক্ত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মুমূর্ষু বিরল প্রজাতির একটি বাজ পাখি শেষ পর্যন্ত রক্ষা পেল। কতিপয় বখাটে পাখিটিকে ধরে পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রাখে। এ সময় ওই পথ দিয়ে পংকজ ম-ল নামে পরিবেশ সচেতন ব্যক্তি যাচ্ছিলেন। তিনি পাখিটি উদ্ধার করে সোজা প্রাণিসম্পদ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পাখিটির চিকিৎসা দেন। চিকিৎসা শেষে পঙ্কজ ম-ল পাখিটি নিজের বাড়িতে নিয়ে যান। চার কেজি ওজনের আম নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২১ জুন ॥ মাগুরায় চার কেজি ওজনের আম ধরেছে। এটি দেখতে বড় পেঁপের মতো। সুস্বাদু। এ জাতের আম এসেছে সুদূর ব্রুনাই কিংয়ের আমবাগান থেকে। শালিখা উপজেলার শতখালী গ্রামে নার্সারি মালিক আতিয়ার রহমানের বাগানে এ আম ধরেছে। ওই গ্রামের ইব্রাহীম হোসেন ব্রুনাইয়ের সুলতানের বাগানে চাকরি করতেন। সেখানে বাগানে ৪ কেজি ওজনের আম ধরত দেখে তিনি দেশে আসার সময় কলম ডাল নিয়ে আসেন।
×