ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মে মাসে জাপানে বাণিজ্য ঘাটতি ৩৯ কোটি ডলার

প্রকাশিত: ০৪:১৩, ২২ জুন ২০১৬

মে মাসে জাপানে বাণিজ্য ঘাটতি ৩৯ কোটি ডলার

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে মে মাসে বাণিজ্য ঘাটতি হয়েছে ৪০.৭ বিলিয়ন ইয়েন (৩৮ কোটি ৮০ লাখ ডলার)। যা চলতি বছরে দেশটিতে পণ্য বাণিজ্যে প্রথম ঘাটতি। জাপানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে জাপানে বাণিজ্য বেড়েছিল ৮২৩.২ মিলিয়ন ইয়েন। সর্বশেষ প্রকাশিত তথ্য এর সম্পূর্ণ উল্টো। মে মাসে গত বছর একই সময়ের তুলনায় রফতানি কমেছে ১১.৩ শতাংশ (৫.০৯ বিলিয়ন ইয়েন)। সেখানে আমদানি কমেছে ১৩.১৮ শতাংশ (৫.১ বিলিয়ন ইয়েন)। মূলত আমদানি-রফতানি উভয়ই কমায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাপানের অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী, জাপানের সর্ববৃহৎ ব্যবসায়িক পার্টনার চীন। গত এপ্রিলে সেখানে বাণিজ্য ঘাটতি ছিল ৪০১.০৯৩ বিলিয়ন ইয়েন। -অর্থনৈতিক রিপোর্টার মাইলেজ প্রতারণায় ক্ষতিপূরণ দেবে মিৎসুবিসি মাইলেজ প্রতারণা ও অতিরিক্ত গ্যাস খরচের ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে এক লাখ ইয়েন করে দেয়ার ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিৎসুবিশি। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে মিৎসুবিশি জানিয়েছে, মাইলেজ প্রতারণার জন্য প্রত্যেককে ক্ষতিপূরণ দেয়া হবে। জাপানের যেসব নাগরিক গাড়িগুলো কিনেছিল ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য তাদের নিকট আমরা ক্ষমাপ্রার্থী। শিগগিরই তাদের ক্ষতি পুষিয়ে দেয়া হবে। এজন্য আমরা বাজেট নির্ধারণ করেছি ৫০ বিলিয়ন ইয়েন। জাপানে ছোট মডেলের মিনিকার ব্যাপক জনপ্রিয়। বেশি মাইলেজ দেখিয়ে সেগুলো গত কয়েক দশক ধরে বিক্রি করে আসছিল মিৎসুবিশি। সম্প্রতি সে কথা স্বীকার করেছে টোকিওভিত্তিক প্রতিষ্ঠানটি। স্বীকারোক্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশের অভ্যন্তরেই শুধু মাইলেজ বেশি দেখিয়ে গাড়ি বিক্রি করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×