ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাংকে তিন লাখ টাকার বেশি হলেই কর দিতে হবে

প্রকাশিত: ০৪:১২, ২২ জুন ২০১৬

ব্যাংকে তিন লাখ টাকার বেশি হলেই কর দিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তিন লাখ টাকার বেশি আছে এমন ব্যাংক হিসাবগুলোকে করের আওতায় আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারী ও বেসরকারী ব্যাংকগুলোতে এমন এ্যাকাউন্টের সংখ্যা ৩১ লাখ ৮০ হাজার। রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, দেশে করদাতা ব্যক্তির সংখ্যা মাত্র ১০ লাখ। কিন্তু ব্যাংকগুলোতে সঞ্চয়ী হিসাবের সংখ্যা সাড়ে ৭ কোটি। এসবের মধ্যে তিন লাখ টাকার বেশি সঞ্চয় স্থিতি সম্পন্ন হিসাবের সংখ্যা ৩১ লাখের বেশি। অর্থ বিল ২০১২ অনুযায়ী, ব্যাংকগুলো ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) আছে এমন আমানতকারীদের থেকে ১০ শতাংশ উৎসে কর কেটে রাখে। যাদের টিআইএন নেই তাদের মুনাফায় ১৫ শতাংশ উৎসে কর কেটে রাখে। এবারের বাজেটে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়কে করমুক্ত রাখা হয়েছে। বার্ষিক আয় এর বেশি হলেই আয় কর দিতে হবে। সে হিসেবে ৩ লাখ টাকার ব্যাংক হিসাবধারী যারা কর দিচ্ছেন না তাদের এবার আয় করের আওতায় আনতে যাচ্ছে রাজস্ব বোর্ড। রাজস্ব বোর্ডের এক কমকর্তা জানান, এখন ব্যাংকগুলো থেকে তথ্য সংগ্রহ করে ট্যাক্স আদায় করবেন রাজস্ব বোডের অফিসাররা। ২০১৬-১৭ অর্থবছরে করদাতার সংখ্যা বাড়ানোর জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আমিনুর রহমান বলেন, সরকারের এমন উদ্যোগের কারণে ব্যাংকে টাকা জমাতে উৎসাহ হারাবেন আমানতকারীরা। ১৯৮৪ সালের ট্যাক্স অর্ডিন্যান্স মোতাবেক, ট্যাক্স আদায়কারী কর্তৃপক্ষ যেকোনো ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। এমনকি কোনো ব্যাংক যদি তথ্য না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তির ধারাও আছে এই আইনে। ঈদকে ঘিরে জমে উঠেছে দেশীয় ইলেকট্রনিক্স বাজার অর্থনৈতিক রিপোর্টার ॥ ইলেকট্রনিক্স পণ্যের বাজারে লক্ষ্য করা যাচ্ছে নতুন প্রবণতা। এবারের ঈদকে সামনে রেখে দেশীয় ব্র্যান্ডের প্রতি ক্রেতা আগ্রহ বেশি। গ্রাহকরা দেশে তৈরি ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনারসহ হোম এ্যাপ্লায়েন্স বেশি কিনছেন। বিগত বছরগুলোর তুলনায় দেশী ব্র্যান্ডের কদর এবার বেশি। আর এ অবস্থায় বাজারে খুব ভাল বিক্রি হচ্ছে দেশী ব্র্যান্ড মার্সেলের পণ্যসামগ্রী। বিশেষ করে ঈদ সামনে রেখে মার্সেলের ফ্রিজ এবং এলইডি টিভির চাহিদা বেড়েছে। জানা গেছে, রোজা, ঈদ এবং গরম বেশি পড়ায় এবার আগে ভাগেই জমে উঠেছে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের বাজার। প্রতিদিনই বাড়ছে ক্রেতাসমাগম। শোরুমগুলোও সাজানো হয়েছে নতুন নতুন মডেলের পণ্য দিয়ে। সংশ্লিষ্টদের দাবি, রোজায় ফ্রিজ, এসি, এয়ার কুলার ও রিচার্জেবল ফ্যানের চাহিদা ও বিক্রি ব্যাপক বেড়েছে। এই বাড়তি চাহিদাকে মোকাবেলায় আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল মার্সেল। এবারের রমজানে গতবারের চেয়ে ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মার্সেল। লক্ষ্যমাত্রা পূরণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত মজুদও গড়ে তোলা হয়েছিল।
×