ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যক্তি শ্রেণীর কর বাড়ায় পুুঁজিবাজারে প্রভাব

প্রকাশিত: ০৪:০৮, ২২ জুন ২০১৬

ব্যক্তি শ্রেণীর কর বাড়ায় পুুঁজিবাজারে প্রভাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী অর্থবছর থেকে শেয়ারবাজারসহ সব খাতে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য কর রেয়াত সুবিধা কমছে। নতুন অর্থ আইনে আয়ের বিপরীতে রেয়াত সুবিধার আওতাধীন বিনিয়োগের নির্ধারিত সীমা কমানোর পাশাপাশি রেয়াতের হারও কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে পুঁজিবাজারে বিনিয়োগ নিরুৎসাহিত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। করযোগ্য আয়ের বিনিয়োগসীমা ২০ শতাংশ ও কর রেয়াত সুবিধা বিনিয়োগভেদে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে করযোগ্য ব্যক্তি তার আয়ের ৩০ শতাংশ পর্যন্ত (সর্বোচ্চ দেড় কোটি টাকা) এনবিআর অনুমোদিত যেকোনো খাতে বিনিয়োগে ১৫ শতাংশ হারে কর রেয়াত সুবিধা পান। ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত ব্যক্তির মোট আয়ের ২০ শতাংশ বিনিয়োগের বিপরীতে ১০ শতাংশ আয়কর রেয়াত মিলত। তবে এটি পরিবর্তন করে গত দুই অর্থবছর করদাতাদের বিনিয়োগের বিপরীতে সুবিধা কিছুটা বাড়ানো হয়। ফলে এ খাত থেকে প্রতি বছর এনবিআরের রাজস্ব আয় প্রায় দেড় হাজার কোটি টাকা কমে যায়। এবার রেয়াত সুবিধা কমানোর প্রস্তাব সম্পর্কে এনবিআর বলছে, মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এবং রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে এ আইনে আবার পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, করযোগ্য আয়ের ৩০ শতাংশ পর্যন্ত বিনিয়োগে কর রেয়াতের সুযোগ কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে। অন্যদিকে এর ওপর আয়কর রেয়াত ১৫ শতাংশের পরিবর্তে ১০, ১২ ও ১৫ শতাংশ হারে তিনটি সøাবে ভাগ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, একজন করদাতা ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের বিপরীতে ২০ শতাংশ হারে তথা ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ১৫ শতাংশ কর রেয়াত সুবিধা পাবেন। অর্থাৎ ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে তিনি ৩০ হাজার টাকা কর রেয়াত সুবিধা পাবেন। আগের আইনে একজন করদাতা ১০ লাখ টাকা বিনিয়োগে ৩০ শতাংশ রেয়াত সুবিধার আওতায় ৩ লাখ টাকা বিনিয়োগ করে ৪৫ হাজার টাকা রেয়াত পেতেন। নতুন আইনে কর রেয়াতের আরো দুটি স্তাব নির্ধারণ করায় বড় বিনিয়োগকারীদের কর রেয়াত সুবিধা আরও কমবে। নতুন আইনে একজন বিনিয়োগকারী সর্বোচ্চ ৩০ লাখ টাকা আয়ে ২০ শতাংশ হিসেবে ৬ লাখ টাকা বিনিয়োগে প্রথম ২ লাখে ১৫ শতাংশ ও বাকি ৪ লাখে ১২ শতাংশ রেয়াত সুবিধা পাবেন। সে হিসেবে তিনি প্রথম ২ লাখে ১৫ শতাংশ হারে ৩০ হাজার টাকা ও পরের ৪ লাখে ১২ শতাংশ হারে ৪৮ হাজার টাকাসহ মোট ৭৮ হাজার টাকা কর রেয়াত সুবিধা পাবেন। আগের হিসেবে ওই বিনিয়োগকারী ৩০ শতাংশ হারে বিনিয়োগের সুযোগ পেতেন ৯ লাখ টাকা ও রেয়াত সুবিধা পেতেন ১ লাখ ৩৫ হাজার টাকার। পরের সøাবে যদি করদাতার আয় ৩০ লাখের বেশি হয়, সেক্ষেত্রে প্রথম ২ লাখের ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১২ শতাংশ এবং অবশিষ্ট অঙ্কের বিনিয়োগের ওপর ১০ শতাংশ কর রেয়াত মিলবে। তবে দেড় কোটি টাকার বেশি বিনিয়োগে এ রেয়াত সুবিধা নেয়া যাবে না। কোন ব্যক্তির মোট আয় ৬০ লাখ টাকা হলে নতুন আইনে ২০ শতাংশ হিসেবে ১২ লাখ টাকা বিনিয়োগে আয়কর রেয়াত পাবেন। এর মধ্যে প্রথম ২ লাখের ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৪ লাখের ওপর ১২ শতাংশ এবং পরবর্তী ৬ লাখের ওপর ১০ শতাংশ হারে আয়কর রেয়াত পাবেন। অর্থাৎ তুলনামূলক বেশি আয়ের ক্ষেত্রে বিনিয়োগের রেয়াত কমিয়ে দেয়া হচ্ছে। ফলে আগের নিয়মে ওই ব্যক্তি ১৮ লাখ টাকা বিনিয়োগ করে ২ লাখ ৭০ হাজার টাকা রেয়াত সুবিধা পেলেও নতুন আইনে তিনি ১ লাখ ৩৮ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত সুবিধা পাবেন।
×