ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেবাননে সিরীয় শরণার্থীদের চাষাবাদের সুযোগ

প্রকাশিত: ০৪:০৭, ২২ জুন ২০১৬

লেবাননে সিরীয় শরণার্থীদের চাষাবাদের সুযোগ

সিরিয়া থেকে গৃহযুদ্ধের কারণে লেবাননে পালিয়ে যাওয়া শরণার্থীদের বেশিরভাগই উপার্জনক্ষম নয়। শরণার্থীদের জন্য চাকরি কিংবা চাষাবাদের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। এখন তাদের জন্য এক অভিনব বাগান তৈরির ব্যবস্থা করেছে কয়েকটি দাতব্য সংস্থা। আর এটি কোন সাধারণ জমিতে নয় বরং কৃত্রিমভাবে প্রস্তুত একখ- জমিতে হচ্ছে সেই চাষবাস। যাকে বলা হচ্ছে মাইক্রো গার্ডেন বা বনসাই বাগান। খবর বিবিসির। গত বছরের শেষদিকে সিরিয়ার আলেপ্পো থেকে লেবাননের কেটেরমায়া গ্রামে এসেছিলেন আয়মান আলিশ। তিনটি ছোট বাচ্চাসহ পরিবারের মোট সদস্য সংখ্যা ছয়জন। জাতিসংঘ ও আরও কয়েকটি দাতব্য সংস্থা থেকে তারা যে পরিমাণ খাদ্য ও অর্থসাহায্য পান, তা দিয়ে খুব কায়ক্লেশে জীবন চলে আয়মান আলিশের। কিন্তু এখন দাতব্য সংস্থার উদ্যোগে নতুন ধরনের বাগানে সীমিত আকারে চাষাবাদ করছেন তিনিও। আলিশ বলছেন, বাড়ির ছোট্ট এই বাগানে আমি মরিচ, তুলসী, বেগুন, টমেটো, বুনো শসা আর ছোট জাতের কিছু ঝিঙ্গা লাগিয়েছি। কাদা মাখার প্রতিযোগিতা! জার্মানির আরসেনবার্গে শুরু হয়েছে কাদা মাখার প্রতিযোগিতা। তবে এ প্রতিযোগিতা নামেই প্রতিযোগিতা আদতে শুধুই মজা। ২০টি বাঁধা অতিক্রম করতে হয় আঠারো কিলোমিটার কাদার পথে। অংশগ্রহণ করেছে বহু লোক। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এই প্রতিযোগিতার প্রথম আয়োজন করা হয়। শুধু জার্মানিতেই এবার তিন তিনটি কাদা মাখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। -জি নিউজ নতুন বিশ্বরেকর্ড! বিশ্বজুড়ে রেকর্ডের শেষ নেই। কেউ সবচেয়ে বেশি বিয়ে করে রেকর্ড গড়েন। কেউ মোটা হিসেবে রেকর্ড করেন। তবে এবারের রেকর্ডটি হলো এক স্ত্রীর থেকে সর্বাধিক সন্তান পাওয়ার বিশ্ব রেকর্ড। রাশিয়ার মস্কোর কৃষক ফিওদোর ভ্যাসিলইয়োভ। তার সন্তানের সংখ্যা ৬৯। তার স্ত্রী তাকে ১৬ জোড়া যমজ, সাতটি ট্রিপলেট (একসঙ্গে তিনটি বাচ্চা) ও চারটি কোয়াড্রুপ্লেট (একসঙ্গে চারটি বাচ্চা) সন্তান উপহার দিয়েছেন। ওই নারী কখনও একটি শিশু জন্ম দেননি। -বিবিসি
×