ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজাবাসীর জন্য কৃত্রিম দ্বীপ বানাবে ইসরাইল!

প্রকাশিত: ০৪:০৫, ২২ জুন ২০১৬

গাজাবাসীর জন্য কৃত্রিম দ্বীপ বানাবে ইসরাইল!

গাজার অধিবাসীদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে চায় ইসরাইল। এজন্য সারা বিশ্বের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন। ইসারাইল কৃত্রিম একটি দ্বীপ গড়ে তুলতে চায় এ কারণে যা সংযুক্ত থাকবে গাজার সঙ্গে। আর এই দ্বীপটি তৈরি করতে খরচ হবে ৫০০ কোটি ডলার। খবর ওয়েবসাইটের। এ ধরনের একটি প্রস্তাব নিয়ে এই মুহূর্তে তুমুল বিতর্ক চলছে ইসরাইল সরকারের নিরাপত্তা বিষয়ক কেবিনেটে। প্রস্তাবটির প্রতি সমর্থন রয়েছে প্রধানমন্ত্রী বেনজামিন নেয়ানিয়াহুর। তিন মাইল লম্বা একটি সেতু দিয়ে গাজার মূল ভূখ-ের সঙ্গে দ্বীপটির যোগাযোগ রক্ষা করা হবে। কৃত্রিম দ্বীপটিতে একটি বিমানবন্দর তৈরি করা হবে। জাহাজ ভেড়ার জন্য তৈরি করা হবে একটি সমুদ্রবন্দরও। বিতর্কে অংশ নেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শীর্ষ ডেপুটি ইসরাইল কাটজ। তিনি বলেন, নিরাপত্তার প্রয়োজন ফুরালেই গাজার অবরোধ তুলে নেয়ার ব্যাপারে ইসরাইলের কোনো আপত্তি থাকবে না। ইসরাইল কৃত্রিম দ্বীপটির নিরাপত্তার বিষয়টি কেবল দেখভাল করবে। এছাড়া শাসন কাজ থেকে সব কিছু পরিচালনা করবে ফিলিস্তিনী ও আন্তর্জাতিক সম্প্রদায় যৌথভাবে। কাটজ বলেন, একটি জায়গায় ২০ লাখ লোককে আটকে রাখা ঠিক হবে বলে আমি মনে করি না। গাজার অধিবাসীদের জীবন আরও কষ্টকর করে তোলার ইচ্ছা ইসরাইলের নেই। তবে নিরাপত্তা দিকটি মাথায় রেখে আমরা দ্বীপটিতে বিমান বন্দর কিংবা সমুদ্রবন্দর তৈরি করতে পারি না,বললেন তিনি। গাজার বিমান বন্দরটি ইসরাইল ধ্বংস করে দেয় দ্বিতীয় ফিলিস্তিনী গণজাগরণের সময়। এছাড়া একটি সমুদ্রবন্দর থাকলেও কন্টেনার জাহাজ ভেরার মতো বড় সেটি নয়। গাজা উপত্যকার ওপর অবরোধ আরোপ করে মিসর ও ইসরাইল, ২০০৭ সালে। এবং এখনও তা কার্যকর রয়েছে। এই অবরোধের ফলে ইসলামী জঙ্গী গ্রুপগুলোর কাছে অস্ত্র পাঠানো সম্ভব হচ্ছে না। সমালোচকরা বলছেন, কোন বাছবিচার না করে এই অবরোধ আরোপ করে ঢালাওভাবে গাজার সব অধিবাসীকে শাস্তি দেয়া হচ্ছে। বর্তমানে গাজায় প্রতিদিন প্রায় ৮০০ ট্রাক খাদ্য দ্রব্য পাঠানো অনুমতি দিচ্ছে ইসরাইল।
×