ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতি বছর বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে কমছে ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৪, ২১ জুন ২০১৬

প্রতি বছর বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে কমছে ॥ বাণিজ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রতি বছরই রফতানি বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, গতিশীলতা সৃষ্টি হয়েছে। ফলে দেশের বাণিজ্য ঘাটতি প্রতি বছরই উল্লেখযোগ্য হারে কমছে। সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিগত কয়েক অর্থবছরের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, বলেন, ২০১০-১১ অর্থবছরে রফতানির পরিমাণ ছিল ২২ হাজার ৯২ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪-১৫ অর্থবছরে রফতানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩১ হাজার ২০৯ মিলিয়ন মার্কিন ডলারে উন্নতি হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল ৯ হাজার ৫০৬ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৪-১৫ অর্থবছরে ঘাটতির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৭২৯ মিলিয়ন মার্কিন ডলার। তিনি জানান, চলতি অর্থবছরের (২০১৫-১৬) এপ্রিল পর্যন্ত ঘাটতির পরিমাণ ছিল ৫ হাজার ২৩ মার্কিন ডলার। একই সময়ে গত অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল ৮ হাজার ৫৬ মার্কিন ডলার। নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মে ২০১৬ পর্যন্ত সময়ে ৩০ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে পণ্য রফতানি করা হয়েছে। গাজী ম ম আমজাদ হোসেন মিলনের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৪-১৫ অর্থবছরের হিসাব অনুযায়ী সার্কভুক্ত দেশসমূহের মধ্যে ভুটান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে। এছাড়া আফগানিস্তান, মালদ্বীপ ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অনুকূলে রয়েছে। নিরাপত্তা যাচাইয়ে ৭৯০ ফ্যাক্টরি বন্ধ ॥ জাপার এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় উদ্যোগ, এ্যাকর্ড এবং এ্যালায়েন্সের তত্ত্বাবধানে রফতানিমুখী ৩৯টিসহ কারখানাসহ বিভিন্ন কারণে মোট ৭৯০ ফ্যাক্টরি বন্ধ রয়েছে। তিনি জানান, দেশে বর্তমানে ৫ হাজার ১৯০ গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। তার মধ্যে ৪ হাজার ৮৩৪টি রফতানিমুখী। এসব ফ্যাক্টরি তাদের সক্ষমতা অনুযায়ী উৎপাদন চালিয়ে যাচ্ছে। জাতীয় উদ্যোগ, এ্যাকর্ড এবং এ্যালায়েন্সের তত্ত্বাবধানে রফতানিমুখী ৩ হাজার ৭৪৬ গার্মেন্টস ফ্যাক্টরির অগ্নি, বৈদ্যুতিক ও কারখানা ভবনের প্রাথমিক নিরাপত্তা যাচাই সম্পন্ন করেছে। যাচাইকালে নিরাপত্তাজনিত কারণে ৩৯ ফ্যাক্টরি সম্পূর্ণ এবং ৪২ ফ্যাক্টরি আংশিক বন্ধ করা হয়েছে।
×