ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খন্দকার জিয়া হাসান

ল্যাঙ্গুয়েজ কর্নার

প্রকাশিত: ০৬:৫৩, ২১ জুন ২০১৬

ল্যাঙ্গুয়েজ কর্নার

একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com পর্ব : ১৭২ Internet jargons (Part 2) গত পর্বে আমরা ইন্টারনেটে বহুল ব্যাবহৃত কিছু শব্দ দেখেছি, আজ আরো কিছু দ্বৈত অর্থের শব্দ ও তাদের ব্যাবহার দেখব। প্রতিটি শব্দের সাথে দেয়া বাক্যগুলো একটু চর্চা করলেই আমাদের দৈনন্দিন কথোপকথোনে এগুলোর ব্যাবহার সহজ ও সাবলীল হয়ে উঠবে। Search engine: ইন্টারনেটে কোন কিছু খোঁজার জন্য যেসব প্রোগ্রাম ব্যাবহার করা হয়। Example: Google is the most popular search engine. Bing, Yahoo are also quite popular as search engines. Streaming: সাধারণ অর্থ ঝর্ণা হলেও এখানে এর অর্থ হল ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে নিরবিচ্ছিন্ন ভাবে অডিও শোনা বা ভিডিও দেখার প্রযুক্তি, যাতে করে আপনার শোনা বা দেখার আগেই সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনার কম্পিউটারে পৌঁছে যায়। Example: NTV Sports now comes with free live streaming for mobile devices. Surfing: ইন্টারনেটে ইন্টারেস্টিং কিছু দেখা বা পড়ার জন্য একটার পর একটা সাইটে যাওয়া কে সার্ফিং বলে। এমনকি টেলিভিশনের েেত্রও একটার পর একটা চ্যানেল পাল্টানোকেও সার্ফিং বলা হয়। Example: A: Hey, are you busy with work? I need to talk to you for a moment. Should I come later? B: Oh, no. IÔm just surfing the internet. Come, letÕs talk. Thread: বুলেটিন বোর্ডে ইমেইল বা মেসেজের একটি ধারা যা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। ঊীধসঢ়ষব: Example: ÒI was so glad to find this thread, and to know that lots of people have the same problem as me!Ó Viral: এমন ভিডিও, অডিও, ছবি বা মেসেজ যা খুব দ্রুত ইন্টারনেটে মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেক্সট মেসেজের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে যায়। Example: Here's a list of the top ten viral videos this week. Within days the film clip went viral. Quote on life: ÒWords are singularly the most powerful force available to humanity. We can choose to use this force constructively with words of encouragement, or destructively using words of despair. Words have energy and power with the ability to help, to heal, to hinder, to hurt, to harm, to humiliate and to humble.Ó ~ Yehuda Berg প্রিয় পাঠক, ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে!
×