ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৭, ২১ জুন ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন? ক) হাইগেন খ) রোমার গ) গিলবার্ট ঘ) স্নেল ২. চুনের পানির রাসায়নিক নাম কী? ক) ক্যালসিয়াম অক্সাইড খ) ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড গ) ক্যালসিয়াম ক্লোরাইড ঘ) ক্যালসিয়াম কার্বনেট ৩. আমিষের গঠনে থাকে- র. কার্বন ও হাইড্রোজেন রর. ফসফরাস ও নাইট্রোজেন ররর. অক্সিজেন ও ক্লোরিন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪. কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয়? ক) ইলেকট্রন সংখ্যা খ) প্রোটন সংখ্যা গ) নিউট্রন সংখ্যা ঘ) ভর সংখ্যা ৫. স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কী বলে? ক) অক্ষরেখা খ) বিষুবীয় অঞ্চল গ) মেরু অঞ্চল ঘ) ক্রোমাটিন ৬. কোরয়েডের সাথে নিচের কোনটি গাঢ় সম্পর্কযুক্ত? ক) অক্ষিগোলক খ) শ্বেতমন্ডল গ) তারারন্ধ্র ঘ) রেটিনা ৭. হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? ক) ২ খ) ৩ গ) ৫ ঘ) ৭ ৮. পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলে? ক) কোষগহ্বর খ) কোষরস গ) কোষদ্রবণ ঘ) কোষঝিল্লী ৯. এক্টোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ কোষ কোনটি? ক) সিলোম খ) ট্রাকিয়া গ) নিডোব্লাস্ট ঘ) হিমোসিল ১০. কোনটির সাহায্যে স্পনজিলার দেহে খাদ্য ও অক্সিজেন প্রবেশ করে? ক) ছিদ্রপথ খ) সিলেন্টেরন গ) চোষক ঘ) নিডোব্লাস্ট ১১. কাটিং পদ্ধতিতে অঙ্গ প্রজনন হয় কোনটিতে? ক) গোলাপ খ) আলু গ) মিষ্টি আলু ঘ) কমলা ১২. বস্তুর ওজনের একক কোনটি? ক) মিটার খ) গ্রাম গ) কিলোগ্রাম ঘ) নিউটন ১৩. কোনটির দেহ নলাকার? ক) ফিতাকৃমি খ) যকৃতকৃমি গ) গোলকৃমি ঘ) জোঁক ১৪. বর্তমানে পৃথিবীর সকল দেশে কোন ধরনের তড়িৎপ্রবাহ ব্যবহৃত হয়? ক) পর্যাবৃত্ত প্রবাহ খ) অপর্যাবৃত্ত প্রবাহ গ) একমুখী প্রবাহ ঘ) সমপ্রবাহ ও পরিবর্তী প্রবাহ ১৫. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফরনের শর্ত কয়টি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ১৬. বৃদ্ধি সহায়ক হরমোন- র. অক্সিন রর. জিবেরেলিন ররর. ইলিথিন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৭. কোনটিতে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়? ক) একমুখী প্রবাহ খ) পরিবর্তী প্রবাহ গ) সমপ্রবাহ ঘ) সম ও পর্যাবৃত্ত প্রবাহ ১৮. মোমের দহনে সঞ্চিত রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ক) স্থিতি শক্তি খ) শব্দ গ) আলো ঘ) বিভব শক্তি ১৯. গোলাকৃমির বৈশিষ্ট্য- র. এদের দেহ নলাকার রর. এরা একলিঙ্গযুক্ত ররর. এরা অধিকাংশই পরজীবী� নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (খ) ৩. (ক) ৪. (খ) ৫. (খ) ৬. (খ) ৭. (খ) ৮. (খ) ৯. (গ) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (ঘ)
×