ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৪, ২১ জুন ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ক) নারায়নগঞ্জ খ) কুুমিল্লা গ) গাজীপুর ঘ) রংপুর ২. জালিনওয়ালাবাগের নিরাীহ জনতার ওপর ইংরেজ জেনারেল যে নির্বিচারে গুলিবর্ষণ করে তাতে কতজন নরনারী নিহত হন? ক) পাঁচ শতাধিক খ) প্রায় ছয় শতাধিক গ) প্রায় আট শতাধিক ঘ) প্রায় এক হাজার ৩. কে কর্ম অবসানের পরে প্রজাতন্ত্রের অন্যকোন কর্মে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না? ক) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক খ) প্রধানমন্ত্রী গ) রাষ্ট্রপতি ঘ) অর্থমন্ত্রী ৪. ইভটিজিং এর শিকার মেয়েরা সাধারণত কী অবস্থায় পতিত হয়? ক) পড়াশুনা ছেড়ে দেয় খ) উচ্ছৃঙ্খল হয়ে পড়ে গ) বিয়ে করে ফেলে ঘ) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ৫. চিত্তরঞ্জনদাসের ফর্মুলা বলে পরিচিত- ক) বেঙ্গল প্যাক্ট খ) বেঙ্গল অ্যাক্ট গ) বেঙ্গল গেজেট ঘ) বেঙ্গর ফর্ম ৬. প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দান করেন? ক) প্রধানমন্ত্রী খ) আইনমন্ত্রী গ) স্পীকার ঘ) রাষ্ট্রপতি ৭. বাঙালি নেতৃবৃন্দ কোন দলের বিরুদ্ধে জোট গঠনের পরিকল্পনা গ্রহণ করে? ক) আওয়ামী লীগ খ) কংগ্রেস গ) মুসলিম লীগ ঘ) গণতন্ত্রী দল ৮. কোন অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়? ক) মৌলিক অধিকার খ) নাগরিক অধিকার গ) সামাজিক অধিকার ঘ) ধর্মীয় অধিকার ৯. ১৯৫৪ সালের যক্তফ্রন্ট সরকার কয় মাস স্থায়ী ছিল? ক) ৮ মাস খ) ৬ মাস গ) ৩ মাস ঘ) ১ মাস ১০. কোনটি শহর-এলাকার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত? ক) পৌরসভা খ) শহর উন্নয়ন কমিটি গ) নাগরিক কমিটি ঘ) জেলা পরিষদ ১১. মহানগরীর ছোট ছোট বিবাদের বিচার করার দায়িত্ব কাদের? ক) সুপ্রীমকোর্টের খ) স্থানীয় আইনজীবীদের গ) সিটি কর্পোরেশনের ঘ) আইন প্রয়োগকারী সংস্থার ১২. সিটি কর্পোরেশনের কার্যকাল কত বছর? ক) ২ বছর খ) ৩ বছর গ) ৪ বছর ঘ) ৫ বছর ১৩. ‘বঙ্গভঙ্গ সমর্থন’ স্যার সলিমুল্লাহর কোন ধরনের উল্লেখযোগ্য অবদান ছিল? ক) আন্তর্জাতিক খ) অর্থনৈতিক গ) রাজনৈতিক ঘ) সামাজিক ১৪. কার তত্ত্বাবধানে 'ঋড়ৎধিৎফ' নামক পত্রিকাটি প্রকাশিত হয়? ক) চিত্তরঞ্জন দাস খ) এ কে ফজলুল হক গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘ) আব্দুল হামিদ খান ভাসানী ১৫. স্থানীয় সমস্যাসমূহ দ্রুত চিহ্নিত করে তা সমাধানের তৎপর হয় কোন সংস্থা? ক) ইউনিয়ন পরিষদ খ) বিভাগীয় পরিষদ গ) জেলা পরিষদ ঘ) থানা পরিষদ ১৬. কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর হিসাবমতে, বাজারে যেসব খাদ্য বিক্রি হচ্ছে তার কত শতাংশ ভেজাল? ক) ৪০% খ) ৪৫% গ) ৫০% ঘ) ৫৫% ১৭. বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়- র. প্রতিবাদমুখর হয়ে ওঠে রর. আত্মহুতি দেয় ররর. দুর্বার গণআন্দোলন গড়ে তোলে নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৮. জেলা প্রশাসকের অপর নাম কী? ক) ডেপুটি কমিশনার খ) ডেপুটি ম্যাজিস্ট্রেট গ) ডেপুটি সচিব ঘ) ডিস্ট্রিক কমিশনার ১৯. কে ছয় দফা ঘোষণা করেন? ক) শেরে বাংলা এ কে ফজলুল হক খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ) মওলানা ভাসানী ঘ) শেখ মুজিবুর রহমান সঠিক উত্তর ১. (গ) ২. (খ) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (গ) ৮. (ক) ৯. (গ) ১০. (ক) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (গ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (ঘ)
×