ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশীয় সার্চ ইঞ্জিন

প্রকাশিত: ০৬:৩৭, ২১ জুন ২০১৬

দেশীয় সার্চ ইঞ্জিন

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও তথ্যপ্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটেছে। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, যোগাযোগ, ব্যাংকিং, কেনাকাটা, অফিস-আদালত সব ক্ষেত্রেই লেগেছে তথ্যপ্রযুক্তির ছোঁয়া। সবাই এখন ঘরে বসেই দ্রুত বিভিন্ন সেবা পেয়ে থাকে। আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। বিংশ শতাব্দীর এই যুগে সারা বিশ্বের মানুষ সার্চ ইঞ্জিনের ওপর নানাভাবে নির্ভরশীল। সার্চ ইঞ্জিন মানুষকে নানা ধরনের তথ্য একেবারে হাতের মুঠোয় দিয়ে জীবনকে সহজ করা দিচ্ছে। ইন্টারনেটের অফুরন্ত তথ্যভাণ্ডার থেকে কাক্সিক্ষত তথ্যটি খুঁজে পেতে সহায়তা করে সার্চ ইঞ্জিন। ফলে সার্চ ইঞ্জিনের ওপর মানুষ পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছে। বিশ্বে কিছুসংখ্যক সার্চ ইঞ্জিনের ওপর মানুষ নানাভাবে হয়ে পড়ছে নির্ভরশীল। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই দৃশ্যপট কিছুটা ভিন্ন। বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৬.৫% ইন্টারনেট ব্যবহার করছে (সূত্র : ওয়ার্ল্ড ব্যাংক। তা ছাড়াও পূর্বে ইন্টারনেট ব্যবহারকারীরা শহরভিত্তিক হলেও ধীরে ধীরে মোবাইলের মাধ্যমে এর পরিসর বেড়ে শহরের সীমানা ছেড়ে গ্রামীণ এলাকাতে ছড়িয়ে পড়ছে। তবে ইন্টারনেট ব্যবহাকারীরা তখনই এর মূল সুবিধা বোধ করতে পারবেন, যখন তারা তাদের প্রয়োজনীয় সকল তথ্য ইন্টারনেট থেকে পাবেন সহজে এবং প্রতিদিনের কাজসমূহ করতে পারবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বেশ কয়েকটি তথ্যভিত্তিক সার্চ ইঞ্জিন যাত্রা শুরু হয়েছে ২০১৩ সাল থেকে। পিপীলিকা (িি.িঢ়রঢ়রষরশধ.পড়স ) বাংলাদেশ থেকে তৈরিকৃত এবং নিয়ন্ত্রিত একটি ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ইঞ্জিন। ১৩ এপ্রিল ২০১৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন, যেখানে বাংলা এবং ইংরেজী- উভয় ভাষায় তথ্য পাওয়ার সুবিধা রয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল শিক্ষার্থী তৈরি করেন এই সার্চ ইঞ্জিনটি। সহযোগিতায় ছিল গ্রামীণফোন আইটি। পিপীলিকার রয়েছে নিজস্ব অনুবাধন ব্যবস্থা । বানান ভুল লেখলেও সঠিক উত্তর খুঁজে দেবে পিপীলিকা। পিপীলিকা সংবাদ, ব্লগ, বাংলা উইকিপিডিয়া এবং জাতীয় ই-তথ্যকোষ এ চার ধরনের উৎস থেকে তথ্য উত্থাপন করে থাকে। ভুল বানান সংশোধনের জন্য এতে একটি নিজস্ব বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। পিপীলিকা দেশের প্রধান বাংলা ও ইংরেজী পত্রিকার সংবাদ, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া ও সরকারী তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করে। পিপীলিকা নতুনভাবে ছয়টি সেবা যুক্ত করেছে। এগুলো হলো পিপীলিকা সাম্প্রতিক সংবাদ, পিপীলিকা লাইব্রেরি, পিপীলিকা কেনাকাটা, পিপীলিকা জব সার্চ, বাংলা বানান সংশোধনী ও শব্দকল্পরুম। এদের সবকয়টি এন্ড্রয়েড এ্যাপ হিসেবেও গুগল পে-স্টোরে পাওয়া যাবে। চরকি (িি.িপযড়ৎশর.পড়স) বাংলাদেশে তৈরি একটি সার্চ ইঞ্জিন। চরকি যাত্রা শুরু করে ১ মার্চ ২০১৫ সালে। চরকি বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন যা পণ্য অনুসন্ধান করতে পারে। এর অর্থায়নে আছে, মালয়েশিয়াভিত্তিক ভিসি মাইন্ড ইনিশিয়েটিভ কোম্পানি। এটি ওয়েব অনুসন্ধানের পাশাপাশি পণ্য, খবর এবং খাবার সম্পর্কে তথ্য অনুসন্ধানের সুবিধা দেয়। বাংলা ও ইংরেজী শব্দের মধ্যে পার্থক্য দূর করতে দুই ভাষার জন্য একই ফলাফল দেখানোর পাশাপাশি সংবাদ খোঁজার ক্ষেত্রে ৩০টির বেশি সংবাদভিত্তিক ওয়েবসাইট থেকে প্রায় চার লাখ সংবাদ ও নিবন্ধ এখন চরকি সার্চ ইঞ্জিনে পাওয়া যাচ্ছে এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই সার্চ ইঞ্জিনটি চেষ্টা করছে প্রতিটি ফিচারকেই বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসের আলোকে সাজিয়ে তুলতে। বর্তমানে যেসব সার্চ ইঞ্জিন আছে তা সম্পূর্ণরূপে পশ্চিমা দেশের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে তৈরি। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে যে কোন ব্যবহারকারী কোন পণ্য সার্চ করলে বেশকিছু সমস্যার সম্মুখীন হয়। যেমনÑ কোন পণ্যের নাম ধরে সার্চ করলে সেই পণ্যটি সম্পর্কে নানা ধরনের তথ্য থাকলেও তা কোথা থেকে কিভাবে ক্রয় করা যাবে, তার কোন বিবরণ পাওয়া যায় না। অনেক সময় যে কোন পণ্য সম্পর্কে তথ্য সার্চ রেজাল্টে পাওয়া গেলেও সঠিকভাবে উপস্থাপিত না হওয়ায় মানুষ এই তথ্যসমূহ খুঁজেই পায় না। আবার কোন কিছু সার্চ করলে তা বেশিরভাগ ক্ষেত্রেই দেশের বাইরের পণ্য দেখায়, যা আসলে সার্চকারীর কোন কাজেই আসে না। খবর সার্চের ক্ষেত্রেও বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা বেশিরভাগ ক্ষেত্রে প্রায় একই সমস্যা অনুভব করেন। বাংলাদেশ ভিত্তিক কোন খবর সার্চ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশী পত্রিকার ফলাফল দেখায়। এর ফলে বাংলাদেশ ভিত্তিক তথ্যসমূহ সহজেই পাওয়া যায় না। এছাড়াও বাংলাদেশে যারা ইন্টারনেট ব্যবহারে খুব পারদর্শী নয়, তাদের জন্য বর্তমানের ব্যবহৃত সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় খবর খুঁজে পাওয়া কঠিন। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় নিউজ সাইটের খবর সামনে চলে আসায় ব্যবহারকারী প্রকৃত খবর পাওয়া থেকে ব্যর্থ হন। এই ধরনের সমস্যার সঠিক সমাধান পাওয়া যাবে চরকি সার্চ ইঞ্জিনে। চরকির প্রোডাক্ট সার্চ ইঞ্জিনে প্রত্যেক পণ্যভিত্তিক সার্চ ফলাফল দেখায়। এই পণ্যসমূহ বাংলাদেশের অভ্যন্তর থেকেই ক্রয় করা সম্ভব। এছাড়া চরকির এই সার্চ রেজাল্ট এর মাধ্যমে পণ্যের মূল্য, রং ইত্যাদি বিচার করা সম্ভব। খুঁজুন ডটকম ( িি.ি কযঁলঁহ.পড়স) খুব সহজে বাংলাদেশের অভ্যন্তরীণ সকল ধরনের ঘটে যাওয়া খবর জানা যাবে এই সার্চ ইঞ্জিনে। শুধুমাত্র বাংলাদেশীদের জন্য বানানো হয়েছে নতুন এই সার্চ ইঞ্জিন। ফলে এখানে শুধুমাত্র বাংলাদেশকে প্রাধান্য দিয়েই এর আর্কিটেকচার ডিজাইন করা হয়েছে। এর শীর্ষ দশটি বিশিষ্টের মধ্যে রয়েছেÑ ক্রস ভাষার সাপোর্ট, বুলিয়ান অপারেটর সাপোর্ট, তারিখ রেঞ্জ সাপোর্ট, ফুজি কোয়ারি সাপোর্ট, এ্যাসেন্ট অক্ষর সাপোর্ট, ন্যাচারাল ভাষা কোয়ারি সাপোর্ট, রিলেশনাল অপারেটর সাপোর্ট, সবগুলো ডকুমেন্ট একসঙ্গে নির্বাচনের সাপোর্ট। এতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি, কী-ওয়ার্ডভিত্তিক সার্চ করার সুবিধা। আর এই ক্যাটাগরি এবং কী-ওয়ার্ডগুলো বাংলাদেশের মানুষের চাহিদার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর সাহায্যে ব্যাবহারকারীরা সহজেই কাক্সিক্ষত ফলাফল পেতে পারবেন খোঁজ ডট ইনফো ( শযড়ু.রহভড়) বাংলাদেশী ব্যবহারকারীদের চাহিদাকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বাংলা সার্চ ইঞ্জিন ‘খোঁজ ডট ইনফো’ শযড়ু.রহভড়। পৃথিবী বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু, বিং-এর সার্চ সুবিধাসমূহ মাথায় রেখে শুধুমাত্র বাংলাদেশভিত্তিক সার্চ ইঞ্জিন তৈরির লক্ষ্যেই ‘খোঁজ ডট ইনফো’র যাত্রা। বাংলাদেশের সকল ধরনের তথ্য খোঁজার সুবিধা প্রদানের উদ্দেশ্যকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে ‘খোঁজ ডট ইনফো।’ বাংলা এবং ইংরেজী উভয় ভাষার সার্চ রেজাল্ট, সন্তুষ্টিপূর্ণ সার্চ রেজাল্ট, ছবি বা ইমেজ সার্চ, ভিডিও সার্চ, মিউজিক সার্চ, নিউজ সার্চ, টেকনোলোজি পোস্ট সার্চ, শিক্ষামূলক তথ্য সার্চ, উইকিমিডিয়ার তথ্য সার্চ, এ্যাপস সার্চ, চাকরি সার্চ, ব্লগ পোস্ট সার্চ, ই-বুক সার্চ, ডকুমেন্ট সার্চ, শপিং সংক্রান্ত, তথ্য সার্চ, প্রয়োজনীয়, সাইটের নেভিগেশন লিংক, বাংলাদেশী সার্চ ইঞ্জিন ‘খোঁজ ডট ইনফো।’ হরেক রকম সার্চ ক্যাটাগরিভিত্তিক সার্চ রেজাল্ট সুবিধাই হলো ‘খোঁজ ডট ইনফো’ বাংলা সার্চ ইঞ্জিনের প্রধান বৈশিষ্ট্য। একজন বাংলাদেশী অনলাইন ব্যবহারকারীর সকল চাহিদাকে ভিত্তি করেই সাজানো হয়েছে খোঁজ ডট ইনফো’র সার্চ ক্যাটাগরিসমূহ। বিডি আমার ডটকম- নফধসধৎ.পড়স ফেসবুক বলতে মার্ক জাকারবার্গের সেই যুগান্তকারী আবিষ্কারের কথা আমরা সবাই জানি। কিন্তু এই ফেসবুক যদি বাংলাদেশে আবিষ্কার করা হয় আর তা যদি বাংলাদেশের কোন স্বপ্নবাজ তরুণ করে থাকেন তাহলে সেটা নিশ্চয়ই আমাদের জন্য বিরাট পাওয়া হবে। ঠিক তেমনই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বাংলাদেশী ফেসবুক’ আবিষ্কার করেছেন আর কে রাজু। পাশাপাশি তথ্য খোঁজার একটি বিশাল ভা-ারসমৃদ্ধ সার্চ ইঞ্জিন নিয়ে তিনি আবিষ্কার করেছেন নফধসধৎ.পড়স। প্রথম বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সার্চ ইঞ্জিন নিয়ে তার আবিষ্কার নফধসধৎ.পড়স। একটি ওয়েবসাইটে প্রয়োজনীয় সকল সেবা দেশের আর কোন সাইটে নেই। কিন্তু বিডি আমার ডটকম আপনারা প্রয়োজনীয় সকল সেবাই পাবেন। এই সাইটে ফেসবুকের সকল সেবাই পাবেন (শুধু ভিডিও ও অডিও কল ছাড়া)। এছাড়াও রয়েছে বাংলাদেশের সকল সংবাদপত্র, বিভিন্ন টিভি চ্যানেল (দেশী ও আন্তর্জাতিক), ব্লগ (তথ্যপ্রযুক্তি ও ভ্রমণবিষয়ক), শিক্ষাবিষয়ক তথ্য, অডিও, ভিডিও (সার্চ ইঞ্জিন ও সহজে ডাউনলোড), চাকরির তথ্য (সকল সাইটের চাকরির তথ্য এক জায়গায়), দৈনন্দিন প্রয়োজনীয় লিংক এবং আরও অনেক কিছু। বিডি আমার ডটকম এ আপনারা কম মূল্যে এবং কম সময়ে প্রয়োজনীয় সকল সেবাই পেয়ে যাবেন।
×