ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত চার

প্রকাশিত: ০৬:২৯, ২১ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরের কালিয়াকৈর নোয়াখালীর সোনাইমুড়ী, নারায়ণগঞ্জ ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই ও চালকসহ চারজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। গাজীপুর ॥ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ তৈয়বুর রহমান (৪৫)। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দাতপাড়া এলাকার মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সিলেটের কর্মস্থল থেকে চারদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি এসেছিলেন পুলিশের এএসআই তৈয়ুবুর রহমান। ছুটিতে এসে রবিবার ঢাকার এক বেসরকারী বিশ^বিদ্যালয়ে পড়ুয়া তার ছেলেকে দেখতে যান তিনি। ছেলের সঙ্গে দেখা করে তিনি রাতে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের বাসায় যাচ্ছিলেন। নোয়াখালী ॥ সোনাইমুড়ী উপজেলার বজরায় মালবাহী পিকআপভ্যান চাপায় আব্দুল গফুর (৫৫) নিহত হয়েছেন। সোমবার সকালে বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের উত্তর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় সেকান্দার আলী (২৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত একটায় বন্দরের হাজীপুর বাসস্ট্যান্ড এলাকায়। ঝালকাঠি ॥ ঝালকাঠির সদর উপজেলা গাবখান বাজারে সড়ক দুর্ঘটনায় মোঃ সুমন সিকদার (২৫) নামের এক রেন্টএ-কার চালক নিহত হয়েছে। সোমবার বেলা ১২টায় দ্রুত গতিতে সড়কে গতি রোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। পৌর কাউন্সিলরের মারপিটে মা-মেয়ে হাসপাতালে স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পৌর কাউন্সিলরের নির্যাতনে মা ও তার মেয়ে কলেজছাত্রী হাসপাতালে অসহ্য যন্ত্রণায় কাতারাচ্ছেন। নির্বাচনে কাউন্সিলরের পক্ষে কাজ না করায় ও জায়গাজমিসংক্রান্ত্র পূর্বশত্রুতার জের ধরে মা ও মেয়ের প্রতি আক্রমণ করে আহত করে ওই কাউন্সিলর। এমনকি ওই কাউন্সিলরের হুমকি-ধমকিতে পরিবারটি এখন ঘরছাড়া। মেয়ে সরকারী হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী রাজিয়া সুলতানার লেখাপড়াও বিঘিœত হচ্ছে মারাত্মকভাবে। মা ৬০ বছরের বৃদ্ধ আমেনা বেগমের আকুতিতে চোখের জল ধরে রাখা কষ্ট । মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন লোকজন নিয়ে এই আক্রমণ চালায়। অমানবিকভাবে বৃদ্ধাকে মারধর করতে থাকে। আহত মায়ের চিৎকার শুনে ঘর থেকে ছোট মেয়ে রাজিয়া সুলতানা বের হতেই মাকেও মারধর। এ অবস্থা দেখে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
×