ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থের হিসাব চাওয়াই কাল হলো যুবকের

প্রকাশিত: ০৬:২৮, ২১ জুন ২০১৬

অর্থের হিসাব চাওয়াই কাল হলো যুবকের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে স্ত্রীর কাছে বিদেশ থেকে পাঠানো অর্থের হিসাব চাওয়াটাই কাল হয়েছে এক যুবকের। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের মারধর ও অপমান সইতে না পেরে আওলাদ হোসেন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার আলমপুর দক্ষিণপাড়া গ্রামের শেখ হানিফের ছেলে। সোমবার সকালে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, আওলাদ হোসেনের সঙ্গে তিন বছর পূর্বে একই গ্রামের কামাল শেখের মেয়ে কামরুন নাহারের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরই আওলাদ সিঙ্গাপুর চলে যায়। দুই বছর সিঙ্গাপুর থাকার পর দেশে এসে প্রায় এক বছর আগে সে পুনরায় রাশিয়া চলে যায়। প্রবাসের উপার্জিত সকল অর্থ সে তার স্ত্রীর কাছে পাঠাত। কিছু দিন আগে আওলাদ দেশে এসে তার স্ত্রীর কাছে হিসাব চাইলে দু’জনের মধ্যে কলহ দেখা দেয়। প্রায় বিশ দিন পূর্বে হিসাব দেয়ার কথা বলে শ্বশুরবাড়ির লোকজন আওলাদকে তাদের বাড়িতে ডেকে নেয়। সেখানে বাগ্বিত-ার একপর্যায়ে আওলাদের শ্বশুর কামাল, আত্মীয় সাবেদ আলীসহ ৮-১০ জন মিলে আওলাদের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আওলাদের বাবা হানিফ ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মারধর করা হয়। আওলাদের পরিবার বিষয়টি সুরাহার জন্য হাসাড়া ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করে। অপমানে ও ক্ষোভে রবিবার রাতে আওলাদ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চসিককে ৬ কোটি টাকার চেক প্রদান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাইপ লাইন স্থাপনের জন্য রাস্তা কর্তনের ক্ষতিপূরণ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ৬ কোটি ৩৪ লাখ টাকা প্রদান করেছে চট্টগ্রাম ওয়াসা। অপরদিকে, পানির বিল বাবত ওয়াসাকে ২ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করেছে চসিক। সোমবার দুপুরে সিটি মেয়রের দফতরে দুই সংস্থার পক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দীন ও ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ একে অপরকে চেক হস্তান্তর করেন। চসিক সূত্রে জানা যায়, চট্টগ্রাম ওয়াসা পাইপ লাইন বসানোর জন্য রাস্তা কর্তন বাবদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৬ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার ৬৮৯ টাকার চেক প্রদান করেন সিটি মেয়রকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও ওয়াসার পানির বিল পরিশোধ বাবদ ২ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৮২৪ টাকার একটি চেক হস্তান্তর করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ডিএমডি গোলাম মাওলা, সিএম বিশ্বজিত ভট্টাচার্য।
×