ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে জঙ্গী থেকে সতর্ক থাকার পরামর্শ

প্রকাশিত: ০৬:২৭, ২১ জুন ২০১৬

মাদারীপুরে জঙ্গী থেকে সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ জুন ॥ সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্ত্তীকে কুপিয়ে হত্যাচেষ্টা করেই জঙ্গীরা থেমে নেই। তারা তৎপর রয়েছে। সকলকে সতর্ক থাকতে এবং অপরিচিত লোকদের আনাগোনা দেখলে সংশ্লিষ্ট থানায় তথ্য দেয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। এদিকে হিযবুত তাহরীর সদস্য ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ বলেন, ‘ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে, যা অনুসরণ করে পুলিশ প্রতিটি মুহূর্ত কাজ করছে, প্রতিটি স্তরে তদন্ত করা হচ্ছে। জঙ্গী হামলা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দিনে কিংবা রাতে বাইরে চলাফেরা করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। বন্দুকযুদ্ধে নিহত ফাহিম নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য ছিল। তার দেয়া তথ্য মতে, রাজধানীর উত্তরা থেকে তার কম্পিউটার জব্দ করা হয়েছে। কম্পিউটার থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ ঐ তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী ধাপে কাজ শুরু করেছে।’ ওসি আরও বলেন, ‘জঙ্গীদের প্রথম টার্গেট একা থাকে এমন ব্যক্তি। যাকে আঘাত করলে মুহূর্তে প্রতিরোধ করতে পারবে না। তাই একা চলাফেরা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।’মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‘সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে জঙ্গীরা তৎপর রয়েছে। মাদারীপুরে জঙ্গী হামলার বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোচনিচড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে রায়ফুল ইসলাম রহিত (৪) ও কেঁথাওড়া গ্রামের আজিম হোসেনের মেয়ে জান্নাতী (৪) সকলের অগোচরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করার পর না পেয়ে অবশেষে তারা পার্শ্ববর্তী ছোট যমুনার মরা নদীতে তাদের দু’জনের লাশ দেখতে পায়। রাত ৮টায় লাশ দুটি উদ্ধার করে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতেই তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিনামূল্যে ধান বীজ বিতরণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২০ জুন ॥ পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর শহর ও ১০টি ইউনিয়নে কৃষককে প্রদর্শনী করা জন্য ১০ কেজি করে ৪৯/৫১/৫২/৫৬/৬২ প্রজাতির ব্রি-ধান বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। ৩ জুয়াড়ির কারাদ- সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ২০ জুন ॥ দামুড়হুদা উপজেলায় জুয়ার আসরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদ- দেয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান আটক ৩ জুয়াড়িকে এক মাস করে কারাদ-াদেশ প্রদান করেন। এরা হলোÑ এস আর আহাম্মদ, রকিব উদ্দিন ও আতিয়ার রহমান। ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২০ জুন ॥ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটে অবস্থিত রেজা ডায়াগনস্টিক সেন্টারে অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আক্তার এ জরিমানা করেন। শ্রমিককে গণধর্ষণ, গ্র্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের ঘটনায় সোমবার সকালে ওই এলাকা থেকে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। গ্র্রেফতারকৃতরা হলো, গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার আশরাফ মোল্লার ছেলে লিটন মোল্লা, বগুড়া জেলার কাহালু থানার বগাইল এলাকার হেলাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম ও মৌলভীবাজার এলাকার শ্রীমঙ্গল থানার দিঘীরপাড় এলাকার মন্তাজ উদ্দিনের ছেলে ইউসুফ। ৫ মাদক বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তারাব ভুইয়াপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে আজম, কামশাইর এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে ইসমাইল হোসেন, মজিব ভুঁইয়ার ছেলে লাট ভুঁইয়া, পূর্বগ্রাম এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ও রাজধানীর উত্তর বাড্ডা থানার বেরাইদ এলাকার ফরিদ মিয়ার ছেলে শওকত মিয়া। পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকা ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি আজমকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া কামশাইর এলাকা থেকে ৩০ পিছ ইয়াবাসহ ইসমাইল ও লাট ভুঁইয়াকে, পূর্বগ্রাম এলাকা থেকে ২৫ পিছ ইয়াবাসহ শওকত মিয়াকে ও ৩৭ পিছ ইয়াবাসহ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। সাংবাদিকদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ জুন ॥ বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউকসহ স্থানীয় পাঁচ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে বাউফল প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন, সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলাম, অতুল চন্দ্র পাল, তনিধি জিতেন্দ্র নাথ রায় প্রমুখ। ভেজাল খাবার প্রতিরোধে অভিযান নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ জুন ॥ পৌর এলাকার ভেজাল বাসি-পচা খাবার প্রতিরোধে পৌরসভার মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের উদ্যোগে একটি মনিটরিং টিম বিশেষ অভিযান শুরু করেছে। সোমবার পুরাতন বাজারসহ শহরের বিভিন্ন হোটেল-রেস্তরাঁ, ফাস্ট ফুড ও ইফতারের দোকানে বাসি-পচা খাবার, অস্বাস্থ্যকর ইফতার সামগ্রী জব্দ করে পৌরসভায় আনা হয়। এছাড়া ইতোপূর্বে ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছও জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, তানজিমুল ইসলাম পিটার, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুর রহিম আকন্দ, স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুল মোতালেব মিয়া, অফিস সহায়ক মোঃ মাজু মিয়া এবং হোটেল মালিক সমিতির তবারক হোসেন। বোমা বিস্ফোরণে শিশু আহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় সোমবার বেলা ১১টার দিকে একটি বোমা বিস্ফোরণে সাগর (১০) নামে এক শিশু আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে দক্ষিণ ইসলামপুর এলাকার উসমানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার খোসা উদ্ধার করেছে। সদর থানার ওসি ইউনুচ আলী বোমা বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় ওই বিস্ফোরণ ঘটে। এতে সাগর নামে শিশু আহত হয়। বোমা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে দক্ষিণ ইসলামপুর এলাকা। বোমাটি লাল স্কচটেপ মোড়ানো ছিল। যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলায় দেউতি দারুল হুদা তালিমুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষক মাহফুজার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মফিজুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত ওই শিক্ষককে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। জানা যায়, ওই শিক্ষক রবিবার দুপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে চিপস খাওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসার বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মাদ্রাসা ক্যা¤পাসে শিশুটি কান্নাকাটি করতে থাকলে স্থানীয় লোকজন এসে ঘটনাটি শিশুটির মুখে জানতে পারে। এতে বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মিছিল করে মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুর করেন। এ সময় তারা ওই শিক্ষককে একটি কক্ষে আটক করে পুলিশ খবর দিলে পুলিশ এসে ওই শিক্ষককে গ্রেফতার করে। দলিল লেখকদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২০ জুন ॥ গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে নতুন লেখক সনদ প্রদান প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে দলিল লেখকরা। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে আধাঘণ্টা এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সদর সাব-রেজিস্ট্র্রার অফিসে বর্তমানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত দলিল লেখকরা কাজ করছেন।
×