ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দায়িত্বে অবহেলা ॥ বরিশালে ১২ চিকিৎসককে শোকজ

প্রকাশিত: ০৬:২৬, ২১ জুন ২০১৬

দায়িত্বে অবহেলা ॥ বরিশালে ১২ চিকিৎসককে শোকজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হাসপাতালে না আসা, বিলম্বে আসা, অফিস সময়ে বাসায় প্রাইভেট প্র্যাকটিস্ করার অভিযোগে জেলার ১২জন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়েছে। সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম সফিউদ্দিন জানান, গত এক সপ্তাহ ধরে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ঘুরে এ অবস্থা দেখার পর রবিবার দুপুরে ১২জন চিকিৎসককে শোকজ নোটিস প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, আগামী তিন দিনের মধ্যে ওইসব চিকিৎসককে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজপ্রাপ্ত চিকিৎসকরা হচ্ছেন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মনিরুজ্জামান, ডাঃ সেকান্দার আলী মোল্লা, ডাঃ মনিকা বিশ্বাস, ডাঃ নিহার রঞ্জন বৈদ্য, ডাঃ মীর মহিউদ্দিন। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ শেখ মিজানুর রহমান, আগরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ শাওদা ইসলাম, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আইরিন তামান্না তন্নি, ডাঃ শাহাদাত হোসেন, ডাঃ জামিল হোসেন, বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ নাইম হাসান রানা ও উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ শ্রাবন্তী মালা। বনায়ন কার্যক্রম উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ২০ জুন ॥ তালতলী উপকূলীয় এলাকা বনায়নের আওতায় আনার জন্য সোমবার তালতলীর লাউপাড়া সড়কের পাশে নয় প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে কার্যক্রমের উদ্বোধন করেন তালতলী রেঞ্জ কর্মকর্তা এসএম শামসুদ্দোহা। লাউপাড়া বাজার থেকে সকিনা বিট অফিস পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক বনায়ন, বড় নিশানবাড়িয়া ক্যাম্পের আওতায় ৭ কিলোমিটার সড়ক বনায়ন কার্যক্রম হাতে নিয়েছে বন বিভাগ। হাসপাতালে জেনারেটর প্রদান নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ জুন ॥ নাহিদ ফাউন্ডেশন গাইবান্ধা কর্তৃক সদর আধুনিক হাসপাতালে সোমবার একটি জেনারেটর প্রদান করা হয়েছে। জেনারেটর প্রদান করেন নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকন, আলমগীর, রকিবুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিধান চন্দ্র মজুমদার, এনেসথেসিয়া কন্সাল্টেন্ট ডাঃ আসাদুজ্জামান, অর্থপেডিক ডাঃ আব্দুল কাদের, আরএমও ডাঃ মাহিনুল ইসলাম, ডেন্টাল সার্জন ডাঃ সাইদুর রহমান প্রমুখ।
×