ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান অপসারণ

প্রকাশিত: ০৬:২৫, ২১ জুন ২০১৬

মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান অপসারণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, ভাইস চেয়ারম্যান ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের সদস্য আবদুল বাছেদ মারজান এবং নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নারী সদস্য মোরশেদা বেগমকে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি থেকে অপসারণ করা হয়েছে। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হয়েছিলেন। চলতি বছরের ৬ জুন জারিকৃত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের এক পত্রের আদেশে তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হয় বলে সোমবার বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর ইউএনও মোহাম্মদ সালাউদ্দিন। সূত্রমতে, এর আগে গত বছর ২৩ নবেম্বর তাদের তিনজনকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। সূত্র মতে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অপর এক চিঠির মাধ্যমে এখন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব ইউএনওর ওপর অর্পণ করা হয়েছে। ইফতারি বাকিতে না দেয়ায় ঝলসে গেলেন দোকানি নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ জুন ॥ আড়াইহাজারে ইফতার সামগ্রী বাকি না দেয়ায় আঃ গনি দোকানির শরীরে গরম তেল ঢেলে দিয়ে ঝলসে দিল এক পাষ-। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। জানা গেছে, মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় আঃ গনির কাছ থেকে ইউসুফ আলী ইফতার সামগ্রী বাকি দেয়ার দাবি করে। কিন্তু বিক্রেতা আঃ গনি তাকে বাকি দিতে অস্বীকার করায় তাদের দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ইউসুফ আলী ক্ষিপ্ত হয়ে আঃ গনির দোকানের পিঁয়াজো ভাজার কড়াইয়ের গরম তেল শরীরে ঢেলে দেয়। পরে স্থানীয় লোকজন আঃ গনিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে করে।
×