ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্ত হচ্ছে লাল সবুজ কোচ

রাজশাহী থেকে ঈদ স্পেশাল ট্রেন নেই

প্রকাশিত: ০৬:২৪, ২১ জুন ২০১৬

রাজশাহী থেকে ঈদ স্পেশাল ট্রেন নেই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী থেকে ঢাকা রুটে এবারও ঈদে থাকছে না বিশেষ (অতিরিক্ত) ট্রেন। তবে এবার রাজশাহী-ঢাকা ট্রেন বহরে যুক্ত হচ্ছে ভারত থেকে আনা নতুন অত্যাধুনিক লাল-সবুজ কোচ। এদিকে ঈদে বিশেষ ট্রেনের জন্যও চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম। ইতোমধ্যে সৈয়দপুর থেকে ঢাকা হয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসেছে জাতীয় পতাকার রঙে লাল-সবুজ ট্রেন। শনিবার রাতে ১৩টি আধুনিক কোচ সংবলিত ট্রেনটি রোড ট্রায়াল হিসেবে ঢাকা থেকে রাজশাহী আসে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৫ জুন ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগিগুলো সংযুক্ত করা হবে। এদিকে রেলওয়ের কর্মকর্তারাও দারুণ উচ্ছ্বসিত নতুন এ ট্রেনটি সংযুক্ত হওয়ায়। তারা বলছেন, রেলওয়ের সেবার মান পরিবর্তন করে দেবে এই ট্রেন। এতে আছে অত্যাধুনিক আসন, উন্নত টয়লেট ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরাসহ অনেক সুযোগ সুবিধা। এছাড়া প্রতিটি বগিতেই রয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। অত্যাধুনিক ট্রেনের ১৩টি বগি সংযুক্ত হচ্ছে রাজশাহী-ঢাকা চলাচলকারী ট্রেনের সঙ্গে। রাজশাহী পশ্চিম রেলের জনসংযোগ কর্মকর্তা এবিএম বজলুর রশিদ জানান, এবার ঈদ-উল-ফিতর উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলের স্পেশাল ট্রেন থাকছে না। তবে চলাচলকারী ট্রেনগুলোর বগি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে বিভাগীয় শহর রাজশাহী থেকে এবারও কোন বিশেষ ট্রেন সার্ভিস না থাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে থাকা ঘরমুখো মানুষ এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, ঈদ যাত্রায় ট্রেনের কোচ সঙ্কট দূর করতে রেলের পূর্বাঞ্চলে মেরামত কাজ প্রায় শেষের দিকে। পাহাড়তলীর কারখানায় স্বাভাবিক মেরামতের পাশাপাশি দ্রুতগতিতে চলছে চুক্তিভিত্তিক কোচ মেরামত। এ কারখানা থেকে এবার মেরামতকৃত ৮৬টি কোচ ও ওয়াগন আন্তঃনগর ও মেইল ট্রেনের সঙ্গে সংযুক্ত হচ্ছে। এছাড়াও এ কারখানায় চুক্তিভিত্তিক আরও ৬টি কোচ মেরামত চলছে। জানা গেছে, রেলের পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটে আন্তঃনগর ট্রেনগুলো সব সময় কোচ সঙ্কটের মধ্যে রয়েছে। সঙ্কট দূর করতে সারাবছর প্রতিদিন গড়ে দুটি করে কোচ অথবা ওয়াগন মেরামতের পর পরিবহন বিভাগে পাঠানো হয়। কিন্তু ঈদ যাত্রাকে কেন্দ্র করে মাত্র এক মাসের মধ্যে ৮০ থেকে ৯০টি কোচ মেরামতের পর সংযুক্ত করার পরিকল্পনা থাকে মন্ত্রণালয়ের। পাহাড়তলীর রেলওয়ে কারখানা থেকে এসব কোচের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ছাড়াও বড় ধরনের মেরামত কাজ সম্পন্ন করা হয়। জরাজীর্ণ মেশিনারিজ দিয়ে এমনকি শতবর্ষী মেশিনারিজের ব্যবহারও রয়েছে এ কারখানায়। নানা ঝক্কি-ঝামেলার মাঝেও এ কারখানা ঈদযাত্রাসহ সারা বছরের টার্গেট পূরণ করে আসছে বলে জানিয়েছেন কয়েক কর্মকর্তা। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার ঈদ যাত্রায় পাহাড়তলী কারখানার টার্গেট রয়েছে ৮৬টি কোচ মেরামতের পর সংযুক্ত করার। আগামী ৩ জুলাইয়ের মধ্যে সর্বশেষ ২২টি কোচ মেরামতের পর পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। বাকি ৬৪টি কোচ ইতোমধ্যে মেরামতের পর পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এ কারখানাটি আধুনিকায়নের নির্মাণ কাজ অব্যাহত থাকায় এবার কোচ মেরামতে অনেকটা বিঘœ ঘটছে। অপরদিকে ইন্দোনেশিয়া থেকে দুই দফায় আমদানি মোট ৩৭টি কোচ ট্রায়াল শেষ করেছে শনিবার। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ও নামকরণের মাধ্যমে আগামী ২৫ জুন রেলমন্ত্রী মজিবুল হক কমলাপুর স্টেশন থেকে নতুন ট্রেন উদ্বোধনের কথা রয়েছে। এ ব্যাপারে পাহাড়তলী রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) প্রকৌশলী জানান, ৮৬টি কোচ মেরামতের মাধ্যমে আন্তঃনগর ও মেইল এবং এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত করার কথা রয়েছে। সে অনুযায়ী আগামী ৩ জুলাই ২২টি কোচ এ কারখানা থেকে মেরামতের পর বের হয়ে যাবে। বাকি কোচগুলো ইতোমধ্যে মেরামত করে পাঠানো হয়েছে।
×