ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তরল কোকেনের আসামি নূর মোহাম্মদের জামিন স্থগিত

প্রকাশিত: ০৬:২১, ২১ জুন ২০১৬

তরল কোকেনের আসামি নূর মোহাম্মদের জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের রায়ে খালাসপ্রাপ্ত ১১ জনের রায় স্থগিত চেয়ে আপীল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের ঘটনায় পুলিশের করা মামলায় খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদের জামিন স্থগিত করেছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি। সাড়ে ৪৮ কোটি টাকা আত্মসাতের মামলায় বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি ফজলুস সোবহানকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার চেম্বার বিচারপতি ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের রায়ে খালাসপ্রাপ্ত ১১ জনের রায় স্থগিত চেয়ে আপীল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবেদন করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। খালাস পাওয়া ১১ আসামি হলেন; আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু, রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর (পিতা মেহের আলী) ও মনির। ১১ জনের মধ্যে তিন আসামি পালাতক রয়েছেন যারা মৃত্যুদ-প্রাপ্ত । এর আগে, গত ১৫ জুন আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদ- ও ৮ জনকে যাবজ্জীবন কারাদ- দেন হাইকোর্ট। অপরদিকে ১১ আসামিকে খালাস দেয়া হয়। পরে ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ জানান, আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের রায় স্থগিত চেয়ে আমরা চেম্বার আদালতে আপীল করেছি। আজ মঙ্গলবার আবেদনের ওপর সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার জজকোর্টে শুনানি হতে পারে। এই মামলায় নিম্ন আদালতে দ- পাওয়া ২৮ জনের মধ্যে হাইকোর্টে খালাস পান ১১ জন। যার মধ্যে তিনজন পলাতক রয়েছেন। জামিন স্থগিত ॥ চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের ঘটনায় পুলিশের করা মামলায় খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদের জামিন স্থগিত করেছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে সোমবার সুপ্রীমকোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। কেন জামিন নয় ॥ সাড়ে ৪৮ কোটি টাকা আত্মসাতের মামলায় বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি ফজলুস সোবহানকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। গত ১১ এপ্রিল ফজলুস সোবহানকে জামিন আবেদন নাকচ করেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। পরে তার আইনজীবী আবেদনটি ওই বেঞ্চ থেকে ফেরত নিয়ে যান এবং অবকাশকালীন বেঞ্চে জামিনের আবেদন করেন। উল্লেখ্য, ব্যাংকের ৪৮ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ সেপ্টেম্বরে মতিঝিল থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক একেএম ফজলে হোসেন। মামলায় ব্যাংকটির এমডিসহ ৮ জনকে আসামি করা হয়। পরে এই মামলায় ৭ জানুয়ারি ফজলুস সোবহানকে গ্রেফতার করা হয়। এছাড়া ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঋণ জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ওই কর্মকর্তাদের বরখাস্ত করেছেন।
×