ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৫:৫০, ২১ জুন ২০১৬

চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে রবিবার রাত দুটায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে। নিহতরা হচ্ছে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেদপুর গ্রামের হুকমত আলীর ছেলে শাহজাহান আলী ভুটু (৩৫) এবং একই ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে জোবদুল হক ভাদু (৩৪)। নওগাঁ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, রবিবার রাত দুটার দিকে উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের তার কাঁটা কেটে কয়েক চোরাকারবারি ভারতে ঢোকে। ভারতের মালদহ জেলার অনুরাধাপুর সীমান্তের ২শ’ গজ ভেতরে ২২৯/৭-৮ আর পিলারের মাঝামাঝি স্থানে রুহিমারী ডারা এলাকায় মালদহ ৮২ বিএসএফের অনুরাধাপুর ক্যাম্পের সদস্যরা বাধা দিলে অনুপ্রবেশকারীরা বিএসএফের ওপর হামলা চালায়। এ সময় বিএসএফ গুলি চালালে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও শাহজাহান ও জোবদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাদের কাছ থেকে একটি হাঁসুয়া ও একটি তার কাটা প্লায়ার্স উদ্ধার করে বিএসএফ।
×