ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার সন্দ্বীপে

প্রকাশিত: ০৩:৫৯, ২১ জুন ২০১৬

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার সন্দ্বীপে

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আইয়ের জনপ্রিয় ঈদ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’র ফার্মার্স গেম শোর মূল পর্বের ধারণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে। জানা গেছে, বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় বাউরিয়া মাঠে অনুষ্ঠিত হয় কৃষকদের নানারকম খেলা। উপস্থাপক ও পরিচালক শাইখ সিরাজ প্রতিবারের মতো এবারও ‘কৃষকের ঈদ আনন্দ’তে যুক্ত করেছেন নতুন নতুন বিষয়। প্রমাণ্যচিত্র নির্মাণের জন্য তিনি গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সন্দ্বীপপ্রবাসী অধ্যুষিত ব্রুকলিন ও যুক্তরাজ্যের শর্পশায়ারের কিনলেটের এক দুর্গম চার্চে। যেখানে রয়েছে লর্ড ক্লাইভের সমাধি। ‘কৃষকের ঈদ আনন্দ’র একেকটি ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করা হয়েছে অজানা ও অদেখা অনেক বিষয়। চ্যানেল আইতে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানটি প্রচার হবে।
×