ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদের বিশেষ নাটক ‘ফটোকপি প্লাস’

প্রকাশিত: ০৩:৫৭, ২১ জুন ২০১৬

ঈদের বিশেষ নাটক ‘ফটোকপি প্লাস’

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় তৃতীয় দিন রাত ৮-৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘ফটোকপি প্লাস। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নওশীন, আলীরাজ, অঞ্জলি, সাথী প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে এক দম্পতির যমজ সন্তান হয় একটি হাসপাতালে। জরুরী প্রয়োজনে যমজ সন্তানের পিতা তার বাসার কাজের বুয়াকে সন্তানের কাছে রেখে হাসপাতালের বাইরে যায়। ঐ সুযোগে কাজের বুয়া একটি সন্তান চুরি করে পালিয়ে যায়। কোনভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক বছর পর পিতার কাছে থাকা যমজ সন্তানের একজন জাহিদ হাসান তার পিতার ব্যবসা দেখাশোনা করেন। কিন্তু ব্যবসার কারণে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে অন্য এক ব্যক্তি আলীরাজ। ব্যবসায়িক কারণে দু জনের মধ্যে শুরু“হয় ব্যবসায়িক লড়াই। একদিন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী রাস্তায় এক সিএনজি চালককে দেখতে পেয়ে হতবাক হয়ে যায়। এই সিএনজি চালক অবিকল দেখতে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর মতো। এই সিএনজি চালককে আলীরাজ তার অফিসে নিয়ে যায় এবং তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসানকে কিডন্যাপ করে সিএনজি চালককে জাহিদ হাসানের বাসায় পাঠায় তাদের পারিবারিক সব খবর জানার জন্য। কিন্তু এক সময় জাহিদ হাসানের বাবা সব জানতে পারে এবং তার দুই সন্তানকেই ফিরে পায়।
×