ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৈরি পোশাক খাতে ঋণ সুবিধা বাড়ল

প্রকাশিত: ০৩:৫৬, ২১ জুন ২০১৬

তৈরি পোশাক খাতে ঋণ সুবিধা বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে দুই কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। এতদিন এ তহবিল থেকে এ খাতের একজন উদ্যোক্তা সর্বোচ্চ দেড় কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারতেন। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। রফতানিমুখী শিল্পের প্রসার অব্যাহত রাখতে ইডিএফ তহবিল থেকে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সুবিধা দেয়া হয়। রফতানিপণ্য উৎপাদনের জন্য প্রয়েজনীয় উপকরণাদি যেমন তুলা, সুতা, শিল্পের কাঁচামাল আমদানিতেও রফতানিকারকরা এই ঋণ পান। জানা গেছে, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিলের আকার ২০০ কোটি ডলারে উন্নীত করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সদস্য মিলগুলো ইডিএফ থেকে এতদিন বৈদেশিক মুদ্রায় দেড় কোটি ডলার ঋণ নিতে পারত। এখন থেকে এ সীমা বাড়িয়ে দুই কোটি ডলার নির্ধারণ করা হলো। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংক শাখার মাধ্যমে গ্রাহকরা আবেদন করে এ ঋণ নিতে পারবেন। এর আগে গেল বছরের ডিসেম্বরে বিটিএমএর সদস্য মিলগুলোর জন্যও ইডিএফ থেকে ঋণ নেয়ার সীমা বাড়িয়ে দুই কোটি ডলার নির্ধারণ করা হয়। ক্লিংস্পোরের নতুন পণ্য এলো বাজারে বিশ্বখ্যাত জার্মান এ্যাব্রাসিভ কোম্পানি ক্লিংস্পোর নতুন পণ্য পিএস-৩৩ হ্যান্ড শিট বাজারে এসেছে। বাংলাদেশে বহুল ব্যবহৃত এই হ্যান্ড শিট প্যাকেট নিয়ে এসেছে ইন্টার কোটিং কোম্পানি। নকল পণ্যের সতর্কীকরণ ও নতুন প্যাকেটিংয়ের প্রচারণায় সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে কোম্পানিটির ক্যাম্পেইন। বাংলাদেশে পিএস-৩৩ হ্যান্ড শিটের একমাত্র অনুমোদিত মার্কেটিং এজেন্ট ইন্টার কোটিং কোম্পানি লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার ব্র্যাক আবারও বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও বেসরকারী উন্নয়ন সংস্থার তালিকায় আবারও প্রথম স্থান ফিরে পেয়েছে ব্র্যাক। চলতি বছরে জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও এ্যাডভাইজার’-এর পর্যালোচনায় এই তথ্য উঠে আসে। গত রবিবার বিশ্বের সেরা ৫০০ উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে তাদের এক বছরের কর্মকা- পর্যালোচনার পর এই স্বীকৃতি দেয় সংগঠনটি। ২০০৯ সাল থেকে চালু হয় এই র‌্যাঙ্কিং প্রথা। ২০১৫ সালে শীর্ষস্থানে থাকা ডক্টরস উইদাউট বর্ডারসকে পেছনে ফেলে আবারও প্রথম স্থান অধিকার করলো ব্র্যাক। এছাড়া এবারের তালিকায় উল্লেখযোগ্য এনজিওগুলোর মধ্যে রয়েছে-অক্সফাম (৫ম); সেভ দ্য চিলড্রেন (৯ম) এবং গ্রামীণ ব্যাংক (১২তম)। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারা প্রবর্তন ও টেকসই উন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক শীর্ষস্থান পেয়েছে বলে জানান ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীর। -অর্থনৈতিক রিপোর্টার
×