ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংকের আমানত বেড়েছে ১৪ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৫, ২১ জুন ২০১৬

অগ্রণী ব্যাংকের আমানত বেড়েছে ১৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেছেন, বিদায়ী বছরে ব্যাংকের কর্মকা- সার্বিক বিবেচনায় অগ্রগতি হয়েছে। ২০১৫ সালের ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়ে ৪৩,৯৯৭ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা ১৪ শতাংশ। আগের বছর যা ছিল ৩৮,২৪৩ কোটি টাকা। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ৯ম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব নাসির উদ্দিন। সভায় সমাপ্ত অর্থবছরে ব্যাংকের আর্থিক বিবরণীসহ ২০১৫ সালের আর্থিক কার্যক্রম ও অর্জিত ফলাফলসহ সার্বিক বিষয় অনুমোদিত হয়। এছাড়া ২০১৫ সালের কর-পরবর্তী মুনাফা বণ্টন এবং ২০১৬ সালের জন্য বহিঃনিরীক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। জায়েদ বখত বলেন, অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রেমিটেন্স আহরণে প্রথম। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা ব্যাংকের ৯২৫ শাখার সব ক’টিতেই রেমিটেন্স পাঠাতে পারছেন। ২০১৫ সালে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৩ হাজার ২০৩ কোটি টাকা। ২০১৫ সালে ব্যাংকের পরিচালন মুনাফা অর্জিত হয়েছে ৮৭৭ কোটি টাকা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ বলেন, এক বছরের ব্যবধানে অগ্রণী ব্যাংকের আয় বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। তিনি বলেন, আগের বছরের তুলনায় ঋণের প্রবৃদ্ধি বেড়েছে ৪ শতাংশ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য গকুল চাঁদ দাস, সঙ্গীতা আহমেদ, শামীম আহসান, হাসিনা নেওয়াজ, অধ্যাপক ড. নিতাই চন্দ্র নাগ, মোঃ আশিকুল হক চৌধুরী। বিকেএমইএ নির্বাচন ৩ সেপ্টেম্বর অর্থনৈতিক রিপোর্টার ॥ নিট পণ্য রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদের নির্বাচন ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে গত রবিবার নির্বাচন বোর্ড ২০১৬-২০১৮ মেয়াদের তফসিল ঘোষণা করেছে। বিকেএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ক্লাবে এবং বিকেএমইএ ঢাকা অফিসে অনুষ্ঠিত হবে। ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার শেষ দিন ১০ জুলাই। ১৪ জুলাই প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ জুলাই। ২৫, ২৬ এবং ২৭ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট। বিকেএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এফবিসিসিআই সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলীকে চেয়ারম্যান এবং এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রাশেদ সারোয়ারকে সদস্য করে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেনকে চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ বার এ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মাসুদুর রউফ ও নারায়ণগঞ্জ ইয়ার্ন মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে সদস্য করে নির্বাচনী আপীল বোর্ড গঠন করা হয়েছে।
×