ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজস্ব বোর্ডের চিঠি পেয়ে অগ্রিম আয়কর পরিশোধ করলেন অর্থ সচিব

প্রকাশিত: ০৩:৫৪, ২১ জুন ২০১৬

রাজস্ব বোর্ডের চিঠি পেয়ে অগ্রিম আয়কর পরিশোধ করলেন অর্থ সচিব

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের নোটিস পেয়ে অগ্রিম আয়কর বাবদ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ। এর আগে গত ২৬ মে উপকর কমিশনারের কার্যালয় কর সার্কেল-৭৬ (বৈতনিক), কর অঞ্চল-৪ থেকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৬৪ ধারায় ২০১৬-১৭ করবর্ষের অগ্রিম আয়করের চতুর্থ কিস্তি পরিশোধ করার জন্য তাকে নোটিস প্রদান করা হয়। অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ আবদুর রশিদ স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছেÑ আপনার আয়কর নথি পর্যালোচনা করে প্রতীয়মান হয়েছে যে, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর বিধান মোতাবেক আপনার সর্বশেষ নিরুপিত আয়ের ভিত্তিতে ২০১৬-১৭ করবর্ষের জন্য ৪টি সমান কিস্তিতে অগ্রিম আয়কর পরিশোধযোগ্য। কিস্তি প্রদানের তারিখ যথাক্রমে ১৫ সেপ্টেম্বর-২০১৫, ১৫ ডিসেম্বর-২০১৫, ১৫ মার্চ ২০১৬ এবং ১৫ জুন-২০১৬। চিঠিতে বলা হয়, করবর্ষ ২০১৬-১৭ এর জন্য অগ্রিম আয়করের চতুর্থ কিস্তি পরিশোধের সময়সীমা ১৫ জুন-২০১৬ তারিখে অতিক্রান্ত হবে। উল্লেখ্য, অগ্রিম আয়কর পরিশোধের ব্যর্থতার জন্য ৭৩ ধারায় সরল সুদ আরোপের বাধ্যতামূলক বিধান রয়েছে। এছাড়া আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১২৫ ধারায় জরিমানা ধার্যের বিধান রয়েছে। জানা গেছে, এই নোটিস পাওয়ার পরই অর্থ সচিব মাহবুব আহমেদ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৬৪ ধারায় ২০১৬-১৭ করবর্ষের অগ্রিম আয়কর বাবদ চতুর্থ কিস্তির ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে পরিশোধ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মাহবুব আহমেদ জনকণ্ঠকে বলেন, করযোগ্য আয়সামীর প্রতিটি নাগরিককে সময়মতো কর প্রদান করা উচিক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নোটিস সময়মতো কর পরিশোধের বিষয়টি আমাকে মনে করিয়ে দিয়েছে। এটি একটি ইতিবাচক দিক। যারা কর দিচ্ছেন কিংবা ভবিষ্যতে যারা দিবেন তাদের কর দেয়ার বিষয়টি মনে করিয়ে দেয়াও এনবিআরের দায়িত্বের মধ্যে পড়ে। আমাকে নোটিশ প্রদান করে সেই কাজটি তারা করেছে। তিনি বলেন, নাগরিকরা যদি কর পরিশোধ না করে তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা পরিশোধ এবং দেশের সার্বিক অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে আয়কর। তাই করযোগ্য আয়সীমার প্রতিটি নাগরিকের কর প্রদান করা উচিত।
×