ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শতভাগ দর কমেছে দুই খাতের

প্রকাশিত: ০৩:৫৩, ২১ জুন ২০১৬

শতভাগ দর কমেছে দুই খাতের

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শতভাগ দর কমেছে ২ খাতের কোম্পানির শেয়ারে। খাত দুইটি হলো- সিমেন্ট ও সিরামিক খাত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সিমেন্ট খাত ॥ সিমেন্ট খাতের তালিকাভুক্ত ৭টি কোম্পানির শেয়ার দর কমেছে। এর মধ্যে বেশি দর কমেছে লাফার্জ সুরমা সিমেন্টের। কোম্পানিটির ১ দশমিক ৯২ শতাংশ দর কমেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেডের। এই কোম্পানির শেয়ার দর কমেছে ১ দশমিক ২৯ শতাংশ। সিরামিক খাত ॥ সিরামিক খাতে তালিকাভুক্ত ৫ কোম্পানির দর কমেছে। এর মধ্যে বেশি দর কমেছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৩১ শতাংশ কমেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। কোম্পানিটির ১ দশমিক ২৯ শতাংশ দর কমেছে। এছাড়া পর্যটন খাতের তালিকাভুক্ত ৪ কোম্পানির মধ্যে লেনদেন হওয়া ৩ কোম্পানিরই দর কমেছে। -অর্থনৈতিক রিপোর্টার পূবালী ব্যাংকের সভা ২৩ জুন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, বৈঠকে কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×