ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৩:৫২, ২১ জুন ২০১৬

পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে দশমিক ৪২ শতাংশ বা ১৯ পয়েন্ট। এ সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৭৫ পয়েন্ট। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৩৪ লাখ টাকা। যা এর আগের দিন ছিল ৩২১ কোটি ৪৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টি কোম্পানির। আর দর কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির। সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৬৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৩ পয়েন্টে। একমি ল্যাবরেটরিজের আধিপত্যের দিনে লেনদনের শীর্ষে ছিল ওষুধ এবং রসায়ন খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৬ কোটি টাকা, যা মোট লেনদেনের ২৫.৮১ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। দিনটিতে খাতটির মোট লেনদেন ছিল ৫৫ কোটি টাকার, যা মোট লেনদেনের ১৯ ভাগ। এরপরে তৃতীয় অবস্থানে ছিল জ্বালানি এবং শক্তি খাত। খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৪ ভাগ। দিনটিতে এ ক্যাটাগরির মোট ২৬৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৫২টির, বেড়েছে ৫৩টির, অপরিবর্তিত ছিল ৫৪টির দর। তবে বি ক্যাটাগরির ১২টি কোম্পানির মধ্যে ৯টির দর কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত রয়েছে। জেড ক্যাটাগরির মোট ৩১টি কোম্পানির মধ্যে ১৩টির দর কমেছে, ১০টির দর অপরিবর্তিত ছিল। দিনটিতে ব্লক মার্কেটে মোট ৭ কোম্পানির ৩৪ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো বেক্সিমকো ফার্মা, সিভিও পেট্রো কেমিক্যাল, ডাচ্-বাংলা ব্যাংক, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, রেনেটা ও স্কয়ার ফার্মা। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, আমান ফিড, ইবনে সিনা, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ও লাফার্জ সুরমা সিস্টেম। অপরদিকে সিএসইতে একই সময়ে সিএসই সার্বিক সূচক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৩৭ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, সাইফ পাওয়ার টেক, অলিম্পিক এক্সেসরিজ ও সিমটেক্স ইন্ড্রাস্টিজ।
×