ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রায় ২ কোটিতে লাইসেন্স প্লেট!

প্রকাশিত: ০৩:৫১, ২১ জুন ২০১৬

প্রায় ২ কোটিতে লাইসেন্স প্লেট!

সংযুক্ত আরব আমিরাতে শনিবার অনুষ্ঠিত এক নিলামে ১ কোটি ৮০ লাখ দিরহামের ডাক দিয়ে ‘১’ নাম্বারধারী লাইসেন্স প্লেট নিজের জন্য নিশ্চিত করেছেন আরিফ আল জারাউনি নামে এক ব্যক্তি। নিলামে বিশেষ ওই নম্বর প্লেটটির ডাক ১০ লাখ দিয়ে শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয় ১ কোটি ৮০ লাখ দিরহামে। নিলামে ১৩৪০ জন ডাককারী উপস্থিত ছিলেন। ২০০৮ সালে ‘১’ নাম্বারধারী লাইসেন্স প্লেটটি নিলামে ১ কোটি ৪৫ লাখ ডলারে বিক্রি হয়। -বিজনেস ইনসাইডার। সেলফি তোলার ক্ষতি ঘন ঘন সেলফি তুললে অল্প বয়সেই বুড়িয়ে যাবে ত্বক। বিশেষজ্ঞ চিকিৎসকরা দাবি করেছেন, প্রতিনিয়ত মোবাইল ফোনের আলো ও রেডিয়েশনের সামনে নিজের ছবি তুলে তার সবচেয়ে খারাপ প্রভাব পড়ে মুখের ত্বকে। ফলে ত্বক কুঁচকে গিয়ে খুব কম বয়সেই বুড়িয়ে যেতে পারে যে কেউ। এছাড়া দীর্ঘক্ষণ মোবাইল ঘাঁটলে স্ক্রিনের থেকে বিচ্ছুরিত নীল আলোও ত্বকের ক্ষতি করে। এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের স্কিন ক্লিনিকের ডিরেক্টর সিমোন জোয়াকেই। -ওয়ান ইন্ডিয়া
×