ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন নাগরিকদের ধর্মভিত্তিক তালিকার পরামর্শ ট্রাম্পের

প্রকাশিত: ০৩:৫১, ২১ জুন ২০১৬

মার্কিন নাগরিকদের ধর্মভিত্তিক তালিকার পরামর্শ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাস দমনে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে নাগরিকদের জাতি, ধর্ম বা বর্ণভিত্তিক তালিকা তৈরি করার পরামর্শ দিয়েছেন। রবিবার দেশটির এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ প্রস্তাব দেন। তালিকাকরণের (প্রোফাইলিং) ক্ষেত্রে কোন ব্যক্তির বর্ণ ও ধর্মীয় বিষয়ে তথ্য নিয়ে তার অপরাধে জড়ানোর আশঙ্কা আছে কিনা, তা খতিয়ে দেখা হয়। খবর বিবিসি, সিবিএস ও ইয়াহু নিউজের। বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি জানায়, তালিকাকরণের ফলে মার্কিন মুসলমানরা মূলধারা থেকে সরে যেতে পারে। সিবিএসের সাক্ষাতকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নিজে তালিকার ধারণাকে পছন্দ করেন না, কিন্তু এখানে সাধারণ বুদ্ধি খাটানো প্রয়োজন। তিনি আরও জানান, অনেক দেশ সফলভাবে তালিকাকরণ চালু করেছে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত তালিকাকরণ প্রস্তাব এরই মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির নেতারাও ট্রাম্পের এই প্রস্তাবের সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের এ্যাটর্নি জেনারেলের লরেটা লিঞ্চ এক সাক্ষাতকারে বলেন, এমন ব্যবস্থা নেয়া হলে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। কিন্তু এই যোগাযোগ রক্ষা জরুরী। কারণ কেউ সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হলে সবার আগে ওই বিষয়টি জানতে পারে তার পরিবারে সদস্য ও বন্ধুরা। অবশ্য প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার প্রচার শুরু করার পর থেকে মুসলমানদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। এর আগেও যুক্তরাষ্ট্রে বিদেশী মুসলমানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞার কথা বলেন তিনি । ইস্তাম্বুলে সমকামীদের সমাবেশ ভেঙ্গে দিল পুলিশ তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে রবিবার সমকামীদের একটি মিছিলে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে তুর্কি পুলিশ। রমজান মাসে ইস্তাম্বুলে সমকামীদের বার্ষিক প্রাইড মিছিল করার ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রধান তাসকিম স্কয়ার ঘিরে রাখে কয়েক শ’ দাঙ্গা পুলিশ। ২০১৩ সালে সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভের পর থেকে সেখানে বিক্ষোভ নিষিদ্ধ। খবর এএফপির। পুলিশ র‌্যালিতে অংশ নেয়া ১৫০ লোককে সরিয়ে দিলে তারা আশপাশের রাস্তায় গিয়ে আশ্রয় নেয়। তুর্কি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় অন্তত দুইজনকে আটক করা হয়েছে। চলতি সপ্তাহেই সমকামীদের এই র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রমজানের কারণে গত বছরও কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি। গত বছরের মতো এ বছরও ২৬ জুন এই মিছিলের পরিকল্পনা নেয়া হয়েছে। ইতোপূর্বে ১২ বার ইস্তাম্বুলে সমকামীদের প্রাইড মিছিল অনুষ্ঠিত হয়েছে।
×