ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

প্রত্যেক ব্যাংকের বুথে আসল ও বৈধ এটিএম ব্যবহার নিশ্চিতে কেন নির্দেশ নয়

প্রকাশিত: ০৮:৩৬, ২০ জুন ২০১৬

 প্রত্যেক ব্যাংকের বুথে আসল ও বৈধ এটিএম ব্যবহার নিশ্চিতে কেন নির্দেশ নয়

স্টাফ রিপোর্টার ॥ প্রত্যেক ব্যাংকের বুথে আসল ও বৈধ উপায়ে আমদানি করা অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ব্যবহার নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ব্যাংকের বুথে আসল ও বৈধ উপায়ে আমদানি করা এটিএম ব্যবহার নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের মধ্যে এনবিআর চেয়ারম্যান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের গবর্নরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। অধ্যক্ষ পদে সেনা কর্মকর্তা চেয়ে হাইকোর্টে রিট ॥ ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে মেজর জেনারেলের নিচে নন- এমন সেনা কর্মকর্তাকে অধ্যক্ষ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন সুপ্রীমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
×