ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার ড্যান্ডি ডাইং মামলার সাক্ষ্য ১২ জুলাই

প্রকাশিত: ০৮:১৩, ২০ জুন ২০১৬

খালেদা জিয়ার ড্যান্ডি ডাইং মামলার সাক্ষ্য ১২ জুলাই

কোর্ট রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণখেলাপীর মামলায় ১২ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত। বিবাদীপক্ষের সময় আবেদন মঞ্জুর করে রবিবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ তারিখ ধার্য করেন। মামলাটিতে ইস্যু গঠনের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে উল্লেখ করে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় বৃদ্ধির আবেদন করেন। ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপী ঋণের ওই মামলায় বিবাদী কোকো মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া, কোকোর স্ত্রী ও সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করে। ২০১৫ সালের ১৫ জুলাই খালেদা জিয়ার পক্ষে আদালতে জবাব দাখিল করা হয়। মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১০ বিবাদী রয়েছেন। তাদের মধ্যে আছেন প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান। ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপীর অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
×