ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচার বহির্ভূত হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

প্রকাশিত: ০৮:১২, ২০ জুন ২০১৬

বিচার বহির্ভূত হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা মাদারীপুরে বন্দুকযুদ্ধে নিহত ফাহিমসহ সব বিচারবহির্ভূত হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল দলের পক্ষে এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা বরাবরই করে এসেছি, এখনও করছি। তিনি বলেন, রিমান্ডে নেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জঙ্গী সন্দেহে আটক ফাহিমকে ক্রস ফায়ারে দেয়া হলো। এর আগেও রাজশাহী ও ময়মনসিংহসহ কয়েক জায়গায়ই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক জঙ্গীদের বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়। তারা বেঁচে থাকলে হয়ত অনেক তথ্যই দেশবাসী জানতে পারত। তাই অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, গণগ্রেফতার ও ক্রসফায়ারের দিক থেকে জনগণের দৃষ্টি আড়াল করতেই তারেক রহমানকে নিয়ে কুৎসা রটানো হয়েছে। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার বহির্প্রকাশ। তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার এই কুৎসামূলক আক্রমণের গুঢ় রহস্য হচ্ছে গত কয়েকদিন ধরে গণগ্রেফতার ও ক্রসফায়ার নিয়ে সরকারের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ জন্মেছে সেটিকে আড়াল করা। জঙ্গী দমনের নামে বিএনপিসহ বিরোধী দল ও জনগণের বিরুদ্ধে যে হিংস্র পাশবিকতা ও দমন নীতি চালানো হয়েছে এবং ক্রসফায়ারে হত্যার যে রহস্য দানা বেঁধেছে সেখান থেকে জনগণের দৃষ্টিকে অন্যত্র সরিয়ে দেয়া। বিএনপি মহাসচিব বলেন, সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ প্রমুখ। গণগ্রেফতারের প্রতিবাদে আজ রাজধানীতে বিএনপির সমাবেশ ॥ গণগ্রেফতারের প্রতিবাদে আজ রাজধানীতে বিএনপির সমাবেশ। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে সকাল দশটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ হবে। এতে প্রধান থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল। সভাপতিত্ব করবেন গয়েশ্বর রায়। সোনারগাঁও হোটেলে এনপিপির ইফতার পার্টি হয়নি ॥ সোনারগাঁও হোটেলে রবিবার এনপিপির ইফতার পার্টি হয়নি। এনপিপির অপর অংশের চেয়ারম্যান শওকত হোসেন নীলুর অভিযোগের ভিত্তিতে পুলিশের নিষেধাজ্ঞার কারণে সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষ এ ইফতার মাহফিলের অনুমতি বাতিল করে। নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিল ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে রবিবার দুপুরে এ বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। ছাত্র দলের প্রতিবাদ মিছিল ॥ শনিবার জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে নাইটেংগেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন সেøাগান দেয়।
×