ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্বোধনী দিনে ভিন্ন ম্যাচে মেরিনার-ঊষার পরীক্ষা

হকি লীগের সুপার সিক্স শুরু আজ

প্রকাশিত: ০৫:২৮, ২০ জুন ২০১৬

হকি লীগের সুপার সিক্স শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লীগ’-এর প্রথম পর্বের খেলা (সিঙ্গেল লীগ) শনিবার শেষ হয়েছে। গত ১২ মে থেকে শুরু হওয়া এই লীগ অনুষ্ঠিত হয় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। মোট ৬৬ ম্যাচ অনুষ্ঠিত হয়। একদিন বিরতি দিয়ে আজ সোমবার থেকে শুরু হচ্ছে লীগের দ্বিতীয় পর্বের (সুপার সিক্স) খেলা। এতে উদ্বোধনী দিনে ভিন্ন ম্যাচে টার্ফে খেলতে নামবে দুই শিরোপা প্রত্যাশী দল ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব এবং ঊষা ক্রীড়া চক্র। দুপুর ২টায় মেরিনার মুখোমুখি হবে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের (বিএসসি)। বিকেল ৪টায় ঊষা লড়বে ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে। আর মঙ্গলবার অনুষ্ঠিতব্য একমাত্র ‘উত্তেজনাপূর্ণ’ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। ‘সুপার সিক্স’ পর্বের ছয় দল হচ্ছেÑ ঊষা, মেরিনার, মোহামেডান ও আবাহনী, ওয়ান্ডারার্স ও বিএসসি। লীগে মেরিনার ২২-১ গোলে হারায় রেলওয়েকে। এই জয় হচ্ছে চলমান লীগে ১ ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। এর আগে গত ৯ জুন মোহামেডান ১৯-০ গোলে হারিয়েছিল রেলওয়েকে। এই লীগে দলীয় সবচেয়ে বেশি ৭১ গোল করেছে মোহামেডান। আর সবচেয়ে বেশি গোল হজম করেছে রেলওয়ে, ১২৩! সবচেয়ে বেশি জয় ঊষার, ১০। কোন ম্যাচেই জেতেনি রেলওয়ে। এই লীগে প্রতিটি দল (১২টি) পরস্পরের বিপক্ষে একবার করে লীগ পদ্ধতিতে খেলেছে। প্রথম পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ৬ দল খেলবে সুপার সিক্স লীগে। লীগের প্রতিটি খেলায় বিজয়ী দল ৩, ড্র হলে ১ ও হারলে শূন্য পয়েন্ট পাবে। প্রথম পর্বে অর্জিত পয়েন্ট যোগ করে প্রিমিয়ার বিভাগে সুপার সিক্স লীগের স্থান নির্ধারিত হবে। প্রথম পর্বের গোলসংখ্যা সুপার সিক্সে যোগ হবে না। শুধু সুপার সিক্সে পক্ষে এবং বিপক্ষে গোল স্থান নির্ধারণের জন্য ধরা হবে। তবে এই নিয়ম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রথম পর্ব ও সুপার সিক্স খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে লীগ চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে রানার্সআপ হিসেবে ঘোষণা করা হবে। তবে পয়েন্ট সমান হলে গোল পার্থক্য ধরা হবে না।
×