ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিম্বাবুইয়ের কাছে হার, আজ দ্বিতীয় টি২০

অনভিজ্ঞতাকেই দুষলেন ধোনি

প্রকাশিত: ০৫:২৮, ২০ জুন ২০১৬

অনভিজ্ঞতাকেই  দুষলেন ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ অনভিজ্ঞতার প্রশ্ন ধোনি তুলতেই পারেন। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, সুরেশ রায়নাকে ছাড়াই জিম্বাবুইয়ে সফর করছে ভারত। একেবারে নতুন মুখ সাত, ওয়ানডে-টি২০ মিলিয়ে অভিষেকই হয়েছে ছয় জনের! বড় নাম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজে। প্রথম টি২০তে ২ রানে হেরে যাওয়ার পর বাস্তব প্রসঙ্গটাকেই সামনে টেনে আনলেন দু-দুটি বিশ্বকাপজয়ী সেনাপতি। তবে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষদিকে মানিষ পা-ে-অক্ষর প্যাটেলদের সঙ্গে ব্যাটিংয়ে থাকা ধোনিও দায় এড়াতে পারেন না। বিশেষ করে ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে যেখানে তারা খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল। ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, ব্যাট-বলের লড়াই, প্রয়োগের বিষয়। আমার দলটা অনভিজ্ঞ। এখান থেকে অনেক কিছু শেখার আছে।’ হারের পর বলেন ধোনি। হারারেতে পরশু ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জিম্বাবুইয়ে। জবাবে ধোনি (১৯*) ক্রিজে থাকা সত্ত্বেও ৬ উইকেটে ১৬৮ রানে থামে ভারতের সংগ্রহ! উত্তেজনাপূর্ণ ম্যাচে আফ্রিকান লিলিপুটদের কাছে ২ রানে হারে ক্রিকেটের অঘোষিত মোড়লরা। টি২০তে জিম্বাবুইয়ের মাটিতে এটি তাদের টানা দ্বিতীয় হারা। একই ভেনুতে গত বছর রাহানের নেতৃত্বে শেষ ম্যাচেও হেরেছিল ভারত। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০ আজ। ওয়ানডেতে ডমিনেট করেছেন লোকেশ রাহুল, যুবেন্দ্র চাহাল, ফাইজ ফজলের মতো অভিষিক্ত তরুণেরা। রাহুল-চাহালের সঙ্গে ঋষি ধাওয়ান, মানদীপ সিং ও জাবেদ উনাদকড়কে নিয়ে এদিন অভিষেক হয় পাঁচ জনের। ধোনি বিষয়টা বোঝাতে গিয়ে আরও যোগ করেন, ‘প্রথমে বোলিং ও পরে ব্যাটিং, দুটি ক্ষেত্রেই অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়েছে। বোলাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রতিপক্ষ এত রান করতে পারত না। আবার ব্যাটিংয়ে ভাল অবস্থায় থেকেও এক পর্যায়ে আমার সহজ ক্যাচ দিয়ে এসেছি।’ তবে সতীর্থদের ওপর রাগ করছেন না ধোনি। তরুণ দল এভাবেই শিখবে বলে মনে করেন আধুনিক ভারতের সফলতম অধিনায়ক, ‘এখানে আসার আগে ওদের সর্বোচ্চ প্লাটফর্ম ছিল এ দল। বুঝতে হবে এটা জাতীয় দল, এভাবেই ওরা আন্তর্জাতিক ম্যাচের চাপ সামলাতে শিখবে।’ আত্মসমালোচনার পাশাপাশি প্রতিপক্ষ জিম্বাবুইয়ের প্রশংসাও করেছেন তিনি, ‘এটা আমাদের সেরা একাদশ নয়। এমন কি শেষ কয়েকটা বল থেকে আমি নিজেও রান তুলতে পারিনি। জিম্বাবুইয়ে ভাল খেলে জিতেছে।’ শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান, হাতে ৫ উইকেট। কিন্তু নেভিল মাদজিভার ৬ বল থেকে আরও এক উইকেট হারিয়ে ৫ রানের বেশি তুলতে পরেনি ভারত। অথচ ১৭ বলে ১৯ রান করে ক্রিজে ছিলেন ৪৩৭ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন ধোনি। ৩৫ বলে ১ চারের বিপরীতে ৩ ছক্কায় ৪৮ রান করলেও গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন মানিষ পা-ে। সাত নম্বরে নেমে মাত্র ২৬ বলে ১ চার ও ৭ ছক্কায় অপরাজিত অপরাজিত ৫৪ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচসেরা এলটন চিগম্বুরা। জিম্বাবুইয়ের অধিনায়ক হিসেবে পাওয়া প্রথম জয়ে সন্তুষ্ট গ্রায়েম ক্রেমার বলেন, ‘ওয়ানডে সিরিজে বাজেভাবে হারের পর এই জয় আমাদের দারুণভাবে উজ্জীবিত করবে। চিগম্বুরা সবসময় ভয়ঙ্কর, তা সে আরও একবার দেখিয়েছে। আমরা এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারি।’
×