ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে বাসায় সোহরাওয়ার্দী

প্রকাশিত: ০৫:২৭, ২০ জুন ২০১৬

হাসপাতাল থেকে বাসায় সোহরাওয়ার্দী

স্পোর্টস রিপোর্টার ॥ সোহরাওয়ার্দী শুভ’র যে কা- ঘটেছে, তা দেখে বলের আঘাতে মৃত্যুর কোলে হেলে পড়া রমন লাম্বা, ফিল হিউজেসকেই স্মরণে এসে পড়েছে। তবে সব চিন্তাই আপাতত দূর হয়ে গেছে। আবাহনীর পেসার তাসকিন আহমেদের বাউন্সারে বলের আঘাতে হাসপাতালে যেতে হয়েছে ভিক্টোরিয়ার ব্যাটসম্যান সোহরাওয়ার্দীকে। শনিবার হাসপাতালে থেকে রবিবারই বাসায় চলে গেছেন সোহরাওয়ার্দী। হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন সোহরাওয়ার্দী। বিষয়টি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বলেছেন, ‘চোট ততটা গুরুতর নয়। আজ (রবিবার) সে হাসপাতাল ছেড়েছে। পরিবারের কাছে ফিরে গেছে।’ শনিবার সোহরাওয়ার্দী যখন হাসপাতালে যান, এরপর দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘তার সিটি স্ক্যান এবং এমআরই করানো হয়েছে। দুটো রিপোর্টে বড় ধরনের কোন সমস্যা পাওয়া যায়নি। বলতে পারেন এ মুহূর্তে সে বিপদ মুক্ত। কিছুটা পর্যবেক্ষণের জন্য এ্যাপোলে হাসপাতাল কর্তৃপক্ষ হয় তো দুই-একদিন তাকে হাসপাতালে রেখে দেবেন।’ সোহরাওয়ার্দী শুভ’র ঘনিষ্ঠজনদের কাছ থেকেও আরও জানা যায়, শুভর শারীরিক অবস্থা এখন ভাল। ডাক্তারের পরামর্শেই তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে সাতদিন পর একটি চেকআপের জন্য আবারও হাসপাতালে আসতে হবে। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচে তাসকিন আহমেদের বাউন্সারে মাথায় বলের আঘাত পান সোহরাওয়ার্দী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে মাঠে থাকা ফিজিও, ডাক্তাররা দেখেন। কিছুক্ষণ দেখে সোহরাওয়ার্দীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবারই জানা যায়, সোহরাওয়ার্দী শঙ্কামুক্ত। রবিবার তো বাসাতেই চলে গেলেন। ম্যাচটির প্রথম ইনিংসের ২৫তম ওভারে ঘটনাটি ঘটে। ব্যাট করছিলেন সোহরাওয়ার্দী। বোলিংয়ে ছিলেন তাসকিন। ওভারের তিন নম্বর বলটি খেলতে গিয়েই অঘটন ঘটে। তাসকিনের ধেয়ে আসা বাউন্সারটি থেকে বাঁচতে সোহরাওয়ার্দী একটু নিচু হয়ে যান। তখন সরাসরি গিয়ে শুভর মাথার পেছন দিকে সজোরে আঘাত করে বল। হেলমেট থাকা সত্ত্বেও আঘাত পুরোপুরি রক্ষা করতে পারেনি শুভকে। এর সঙ্গে সঙ্গে শুভর নিশ্বাস নিতে সমস্যা হয়। মাটিতে বসেন। শুয়েও পড়েন তিনি। ওই অবস্থায় সঙ্গে সঙ্গে তার কাছে চলে যান তাসকিনসহ আবাহনীর ক্রিকেটাররা। এরই মধ্যে মাঠে প্রবেশ করে ফিজিও টিম। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয় সোহরাওয়ার্দী। এ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয় এ্যাপোলো হাসপাতালে। সোহরাওয়ার্দীর জন্য তাসকিন আহমেদ নিজেই দোয়া চান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তাসকিন লিখেছেন, ‘আবাহনী বনাম ভিক্টোরিয়া ম্যাচে তাসকিনের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ সোহরাওয়ার্দী শুভ। হাসপাতালে নেয়া হয়েছে। সবাই দোয়া করবেন যাতে বড় কোন প্রবলেম না হয়।’ শেষপর্যন্ত কোন সমস্যাই দেখা দেয়নি। হাসপাতাল থেকে একদিনের মধ্যে বাসাতেও চলে গেছেন সোহরাওয়ার্দী।
×