ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংসদে পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধী নিয়ে পাকিস্তানের বিবৃতি একাত্তরের দায় স্বীকারের শামিল

প্রকাশিত: ০৫:২০, ২০ জুন ২০১৬

সংসদে পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধী নিয়ে  পাকিস্তানের বিবৃতি একাত্তরের দায় স্বীকারের শামিল

সংসদ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান সরকারের বিবৃতি প্রকৃতপক্ষে একাত্তরের গণহত্যায় সম্পৃক্ততা ও এর দায়-দায়িত্ব স্বীকার করে নেয়ার শামিল। যুদ্ধাপরাধীদের মৃত্যুদ- কার্যকর করার পর বিভিন্ন সময় পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ। পাকিস্তানের এ ধরনের কর্মকা- ও মন্তব্য নিঃসন্দেহে সম্পূর্ণ অসঙ্গত, পক্ষপাতদুষ্ট এবং পুরোপুরি অগ্রহণযোগ্য ও শিষ্টাচারবহির্ভূত। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ, লুটতরাজ ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের জন্য যাদের আইনের আওতায় বিচার করা হচ্ছে, পাকিস্তান অব্যাহতভাবে তাদের পক্ষাবলম্বন করছে। ৪৫ বছর আগে সংঘটিত ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধের বিচারের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য বাংলাদেশের জনগণের যে প্রচেষ্টা, পাকিস্তান তার বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক পরিম-লে এ সকল অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। এ সকল অপতৎপরতা ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় সরকার জোর কূটনৈতিক কার্যক্রম/ তৎপরতা অব্যাহত রেখেছে। পাকিস্তানের কাছ থেকে ন্যায্য পাওনা আদায় করা হবে ॥ পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সকল আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাওয়ার বিষয়টি পাকিস্তানের কাছে জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। তাই পাকিস্তানের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান সরকার সম্ভব সব কিছুই করবে। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দেনা/পাওনা অর্থাৎ উত্তরসূরি রাষ্ট্র হিসেবে অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়, বাংলাদেশের পক্ষ হতে পাকিস্তানের কাছে দীর্ঘ অমীমাংসিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি। পাওনা আদায়ে বাংলাদেশ সরকারের দৃঢ় পদক্ষেপের কথা তুলে তিনি জানান, পাকিস্তানের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বর্তমান সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে।
×