ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনরাত ব্যস্ত জামদানিপল্লী

প্রকাশিত: ০৫:২০, ২০ জুন ২০১৬

দিনরাত ব্যস্ত জামদানিপল্লী

সামনেই ঈদ তাই ব্যস্ত নরসিংদীর মনোহরদী উপজেলার জামদানি পল্লী। অধিক মজুরির আশায় দিন-রাত কাজ করে যাচ্ছেন কারিগররা। এখানকার তৈরি জামদানি সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকার অভিজাত বিপণিবিতানগুলোতে। সুতোর পর সুতো সাজিয়ে জামদানির কারিগররা শুধু শাড়ি বুনছেন না, বুনছেন তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ। জামদানিকে আঁকড়ে ধরে বেঁচে আছে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের দুই শতাধিক পরিবার। এখানকার কারিগরদের বেশিরভাগই কম বয়সী হলেও জামদানি শাড়ি তৈরিতে বেশ দক্ষ তারা। তাদের হাতের নিখুঁত শৈল্পিকতায় তৈরি দৃষ্টি নন্দন জামদানি শাড়ির রয়েছে চাহিদাও। ঈদকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন জামদানি শিল্পীরা। সুতার গুণগত মান ও ডিজাইন ভেদে বিভিন্ন দামের শাড়ি তৈরি করছেন তারা। তবে পুঁজির অভাবে এই শিল্পের প্রসার ঘটানো যাচ্ছে না বলে জানান জামদানির কারিগররা। -অর্থনৈতিক রিপোর্টার
×