ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কারুশিল্প প্রদর্শনী

প্রকাশিত: ০৫:১৯, ২০ জুন ২০১৬

রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কারুশিল্প প্রদর্শনী

রাজধানীতে রবিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ষামেলা ও কারুশিল্প প্রদর্শনী। মতিঝিলের বিসিক ভবনে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৩ জুন বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মোস্তফা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের এমআইএস বিভাগের মহাব্যবস্থাপক শফিউর রহমান। শফিউর রহমান জানান, বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্য সামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×