ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেনিস খেলুড়ে রোবট

প্রকাশিত: ০৫:১৫, ২০ জুন ২০১৬

টেনিস খেলুড়ে রোবট

আপনি ভাল টেনিস অথবা ব্যাডমিন্টন খেলেন। কিন্তু সঙ্গীর অভাবে খেলতে পারছেন না। চিন্তা নেই। আপনার খেলায় সঙ্গ দেবে রোবট। একদল চীনা শিক্ষার্থী এমন এক ধরনের রোবট তৈরি করেছেন যেটি একজন মানুষ খেলার সঙ্গীর মতোই কোর্টে খেলতে পারে। খোদ চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই রোবটের সঙ্গে খেলেছেন। সম্প্রতি চীনে অনুষ্ঠিত এক বিজ্ঞান প্রতিযোগিতায় এই রোবট তোলা হলে এটি হাজার হাজার মানুষের সামনে খেলে সবাইকে চমকে দেয়। আগামী বছর থেকে এই ধরনের রোবট পুরোদমে বাজারজাত করার পরিকল্পনা নিয়েছে রোবোমনিটর নামে এক কোম্পানি। প্রাথমিকভাবে এই রোবটের দাম ধরা হয়েছে ৩৯০ থেকে ৬শ ডলার। -ডেইলি মিরর।
×