ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৫, ২০ জুন ২০১৬

সিরাজগঞ্জে অর্ধগলিত  লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর জারিলা গ্রাম থেকে রবিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, কয়েকদিন আগে অজ্ঞাত এই ব্যক্তিকে হত্যা করে চর জারিলা গ্রামে একটি মাঠের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রবিবার সকালে স্থানীয় এলাকাবাসী অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আ’লীগ নেতাকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা আহসান হাবিবকে অপহরণ করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে রানিহাটি বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, রানীহাটি পাঠাগারের সাবেক সহ-সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা আহসান হাবিবকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সদর হাসপাতালে ফেলে পালিয়ে যায়। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চট্টগ্রামে হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। এর মধ্যে শনিবার রাতে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। আর নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন অপরাধে ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ এ অভিযান পরিচালনা করে। মুন্সীগঞ্জে ড্রেজিংয়ের পাইপ অপসারণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান থানা রোডে ভূমি অফিসের সামনে অবৈধভাবে স্থাপিত ড্রেজিংয়ের পাইপ অবশেষে অপসারণ হয়েছে। রবিবার বেলা ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ পাইপ অপসারণ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহিনা পারভীন জানান, জনগণের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেজিংয়ের পাইপ বসিয়ে অবৈধভাবে বালু ভরাট করে ব্যবসার অপচেষ্টা চলছিল। ড্রেজিং পাইপ সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা তা কর্ণপাত করেননি। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, এ কাজ যারা করেছেন তাদের না পাওয়ায় কোন জরিমানা করা যায়নি; তবে এ ব্যাপারে একটি মামলা হচ্ছে। হেলপার ও চালকের দ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দর এনসিটি এলাকায় চুরির দায়ে ২ জনকে ৬ মাস করে কারাদ- প্রদান করা হয়েছে। দ-িতরা কাভার্ডভ্যানের চালক ও সহকারী। রেফার কন্টেনারের বিদ্যুত সংযোগের কেবল চুরির দায়ে এদের এ দ- প্রদান করা হয়। বন্দর সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া বারোটার দিকে রেফার কন্টেনারের কেবল কেটে নেয়ার সময় বন্দর নিরাপত্তা কর্মীরা হাতেনাতে ধরে ফেলে জসিম ও হালিম নামের দুজনকে। এরা বন্দর থেকে পণ্য পরিবহন করতে আসা কাভার্ডভ্যানের চালক ও সহকারী। নিরাপত্তা কর্মীরা তাদের নিয়ে যান বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। চুরির অপরাধে তাদের ৬ মাস করে কারাদ- প্রদান করা হয়।
×