ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৬ দোকানদারকে অনুদান

প্রকাশিত: ০৪:১৪, ২০ জুন ২০১৬

২৬ দোকানদারকে অনুদান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেছেন, দেশে আজ উন্নয়নের জোয়ার এসেছে। এখন আর কেউ না খেয়ে রাত্রি যাপন করে না। তিনি রবিবার দুপুরে গজারিয়া উপজেলা কমপ্লেক্সে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। সম্প্রতি ভবেরচর বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ২৬ দোকান মালিকের হাতে ৩০ হাজার টাকা করে চেক তুলে দেন। জঙ্গীবিরোধী সমাবেশ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৯ জুন ॥ আমতলী থানার নবনির্মিত ভবনের মিলনায়তনে উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে রবিবার সকালে জঙ্গীবিরোধী মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও হিন্দুধর্মীয় উপাসনালয়ের পুরোহিত ও কর্মকর্তাদের নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পুলক চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনা সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আবদুল কাইয়ুম। পিটুনিতে মরল চিতা বাঘ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চিতা বাঘের বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী। নীলফামারীর ডোমার উপজেলা মিরজাগঞ্জ সংলগ্ন সাবেক ছিটমহল বালাপাড়া খাগড়াবাড়ীতে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। তিন দিন ধরে এলাকার বাসা বাড়ির হাঁসমুরগী ছাগল হারিয়ে যাচ্ছিল। সকলের ধারণা শিয়াল নিয়ে যাচ্ছে। এ অবস্থায় রবিবার সকালে শিয়ালের মতো একটি প্রাণী দেখা যায়। দুর্নীতি প্রতিরোধে শপথ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৯ জুন ॥ ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালা ও শপথগ্রহণ অনুষ্ঠান রবিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন দিনাজপুরের উদ্যোগে ও ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটি আয়োজিত সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
×