ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পদ্মার বাঁধ সংরক্ষণ কাজে অনিয়ম

প্রকাশিত: ০৪:১৪, ২০ জুন ২০১৬

রাজশাহীতে পদ্মার  বাঁধ সংরক্ষণ  কাজে অনিয়ম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পদ্মার তীর সংরক্ষণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংরক্ষণ কাজে নি¤œমানের ব্লক ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসী বাধা দিলেও তা বন্ধ হয়নি। জানা যায়, নগরীর টি-বাঁধ এলাকায় পদ্মার বাঁধ সংলগ্ন ১৫৭ মিটার নদী তীর স্থায়ী সংরক্ষণ কাজ চলছে গত মাস থেকে। এক কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করছে দিনাজপুর ও নাটোরের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন টুনু অভিযোগ করেন, নিম্নমানের পুরনো ব্লক দিয়ে বাঁধ সংরক্ষণ কাজ চলছিল। এতে আবারও ভাঙ্গন আশঙ্কা থাকছেই। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের বাধা দিলেও সেভাবেই কাজ চলছে। তবে বাঁধ সংরক্ষণ কাজে কোন ধরনের অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান। তিনি দাবি করেন, বাঁধের ওই অংশ স্থায়ী সংরক্ষণে প্রায় ২২ হাজার ব্লক লাগবে। এর মধ্যে উদ্ধার হবে প্রায় ১০ হাজার ব্লক। সেগুলো দিয়েই এখন কাজ হচ্ছে।
×